বিনোদন প্রতিবেদক

  ২১ মার্চ, ২০১৯

ভালো লাগে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে : আদনান

দেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব। নির্মাণ করছেন নিয়মিত। মূলত বিজ্ঞাপন নির্মাতা হলেও মাঝে মাঝে নাটকও বানান। নিজের শ্রম, ধৈর্য আর মেধা খাটিয়ে সর্বোচ্চটি দিয়ে কাজ করেন সব সময়। যে কারণে বিজ্ঞাপন নির্মাণ করেই আদনান দেশ-বিদেশ থেকে অর্জন করেছেন বেশ কয়টি পুরস্কার। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে গর্বের বিষয় যে, আদনান দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরের প্রতিষ্ঠানের বা পণ্যেরও বিজ্ঞাপন নির্মাণ করছেন। গত ১৮ মার্চ থেকে তিনি ভারতের মুম্বাইতে ১৯৯৪ সালে ভারতে প্রতিষ্ঠিত ‘আইসিআইসিআই ব্যাংক’-এর বিজ্ঞাপন নির্মাণ করছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করা প্রসঙ্গে ভারত থেকে মুঠোফোনে আদনান আল রাজিব তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেক দিন থেকেই মুম্বাইয়ের কিছু প্রডাকশন হাউসে কাজের প্রস্তাব দিচ্ছে, ঢাকায় কাজের চাপ থাকায় আর সময় না মেলায় করা হচ্ছিল না। এবার সময় আর সুযোগ একসঙ্গেই মিলে গেছে আর একই প্রডাকশন হাউসের সঙ্গে আমি আগেও একটা বিজ্ঞাপন করেছি মুম্বাইতেই। আইসিআইসিআই অনেক বড় এবং সুপ্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, তাই আগ্রহ নিয়েই কাজটা করতে চেয়েছি। মুম্বাইয়ের মতো বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ আসাটা তো আনন্দের আর ভালো লাগে নিজেকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে। কারণ দেশের বাইরের কাজে নিজেকে যাচাই করা যায় বিশাল এক পরিসরে।

আদনান জানান, বিজ্ঞাপনটি শিগগিরই ভারতের চ্যানেলগুলোতে প্রচারে আসবে। এর আগে আদনান ভারতের ‘এক্সপ্রেস মানি ট্রান্সফার’-এর বিজ্ঞাপন নির্মাণ করেছেন। বাংলাদেশে রবি, এয়ারটেল, স্যামসাং, ফেয়ার অ্যান্ড লাভলী, এলজি, ডাবর আমলা, কুমারিকা, বাটা, এপেক্স, মজো, হরলিক্সসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করে আলোচিত হয়েছেন আদনান। বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি বিশেষ বিশেষ দিবসে আদনান নাটক নির্মাণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close