বিনোদন প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৯

২৫ প্রেক্ষাগৃহে ‘বউবাজার’

গতকাল সারা দেশে ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বউবাজার’। মুকুল নেত্রবাদী পরিচালিত এবং শাহরিয়াজ ও রাহা তানহা খান অভিনীত এ চলচ্চিত্র ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এ প্রসঙ্গ নির্মাতা মুকুল নেত্রবাদী বলেন, ‘আমরা ২৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিয়েছি। তবে ৪০টির মধ্যে ১৫টি প্রেক্ষাগৃহ ছবিটি পেনড্রাইভে চালাতে চায়। যে কারণে আমরা ১৫টি প্রেক্ষাগৃহ বাদ দিয়েছি। কারণ পেনড্রাইভে ছবি মুক্তি পেলে পাইরেসি হওয়ার ভয় থাকে।’ তিনি আরো বলেন, ‘আমি এ ছবির মধ্যে দর্শকদের হাস্যরস দেওয়ার চেষ্টা করেছি। বাজারে এখন যেসব ছবি চলছে, তাদের বেশির ভাগই অ্যাকশননির্ভর ছবি। আমি মনে করি, সব ধরনের ছবি দেখার দর্শক আমাদের দেশে রয়েছে। এই ছবি দেখেও পছন্দ করবেন সবাই।’

ছবির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। এক দিন বউ বাজার ঘুরতে যান শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কি না, সেটা দেখতে যাওয়ার। গায়ের রং বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইভ টিজারের কবলে পড়েন রাহা। একসময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close