বিনোদন ডেস্ক

  ১০ মার্চ, ২০১৯

রেডিওতে ‘নিষিদ্ধ’ জ্যাকসন

বিশ্বব্যাপী রেডিওতে নিষিদ্ধ হলো মাইকেল জ্যাকসনের গান। জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিভিন্ন দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এরই মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের কয়েকটি জনপ্রিয় রেডিও স্টেশনে তার গান পরিবেশন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সিডনির রেডিও গ্রুপ নোভা এন্টারটেইনমেন্ট ঘোষণা দেয়Ñ জনগণের মতামতের প্রতিক্রিয়ার পর মাইকেল জ্যাকসনের গান তারা আর গ্রহণ করছেন না। সম্প্রতি ‘লিভিং নেভারল্যান্ডস’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জেমস সেফচাক দাবি করেন, শৈশবে মাইকেল জ্যাকসন তাদের অনেকবার যৌন হয়রানি করেছেন। মাইকেল জ্যাকসন যথাক্রমে সাত এবং ১০ বছর বয়সে এ হয়রানি করেন বলেও তারা দাবি করেন।

নোভা এন্টারটেইনমেন্টের অনুষ্ঠান পরিচালক পল জ্যাকসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এ মুহূর্তে যা ঘটছে, তার আলোকে মাইকেল জ্যাকসনের কোনো গান এখন প্লে করা হচ্ছে না। এদিকে তথ্যচিত্রটি এখনো অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত হয়নি। এ নিয়ে দেশটির দ্বিতীয় প্রধান রেডিও নেটওয়ার্ক এআরএন বলছে, স্বতন্ত্র শিল্পীদের এমন সম্পর্ক শ্রোতাদের মনোভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অপরদিকে কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা এ অভিযোগ বড় ধরনের একটি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করছেন তার পরিবারের লোকজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close