বিনোদন প্রতিবেদক

  ০৬ মার্চ, ২০১৯

‘আলোকিত নারী’ সম্মাননা পাচ্ছেন শবনম

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় চলচ্চিত্রে একজন নিবেদিত অভিনেত্রী হয়ে আছেন নায়িকা শবনম। বাংলাদেশের সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আসছে নারী দিবসে বিশেষভাবে সম্মানিত হতে যাচ্ছেন জীবন্ত এ কিংবদন্তি। আরটিভি আয়োজিত ‘আলোকিত নারী ২০১৯’ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৮ মার্চ রাজধানীর অভিজাত একটি পাঁচতারকা হোটেলে। সেদিন সন্ধ্যায় শবনমের হাতে আরটিভির পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানান শবনম। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে শবনমের যাত্রা হলেও দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমায় অভিনয় করেছেন। সেখানে অভিনয় করে সেখানকার সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন ১১ বার। আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে শবনম দেশে ফিরে দেশেই স্থায়ী হন। তখন তিনি কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাতে অভিনয় করে আবার দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন। এতে তিনি প্রয়াত নায়ক মান্নার আম্মাজানের ভূমিকায় অভিনয় করেন। তবে এরপর আর কোনো সিনেমায় তাকে অভিনয়ে দেখা যায়নি। বাংলাদেশের সিনেমার শুরুর দিকে শবনমের বিশেষ ভূমিকা রয়েছে। একুশে পদক, স্বাধীনতা পদক কিংবা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত না হলেও অবশেষে দীর্ঘ সময় পরে হলেও আরটিভি দেশের কিংবদন্তি এই নায়িকাকে সঠিকভাবে মূল্যায়ন করছে নারী দিবসে ‘আলোকিত নারী’ সম্মাননায় ভূষিত করার মধ্য দিয়ে। শবনম বলেন, আমি গর্বিত আমার দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে এ জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আরটিভি পরিবারকে আমাকে নারী দিবসে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেওয়ার জন্য। নিঃসন্দেহে এই সম্মাননা আমার চলার পথকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। কারণ একজন নারী হিসেবে এই স্বীকৃতি আমাকে একজন নারী হিসেবে আরো আলোকিত করবে। আজ আমার স্বামী সংগীত পরিচালক রবিন ঘোষ বেঁচে থাকলে অনেক খুশি হতো। আমার ছেলে রনি এই সম্মাননার কথা শুনে ভীষণ খুশি হয়েছে। এই সম্মাননার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close