বিনোদন প্রতিবেদক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

প্রিন্স মাহমুদের ‘২১-৫২’

প্রায় এক যুগ আগে মাতৃভাষা নিয়ে প্রিন্স মাহমুদের করা ‘২১-৫২’ শিরোনামের সেই গানটি আবার নতুনভাবে তৈরি করলেন তিনি। আগের গানটির মধ্যেই কিছু কথার পরিবর্তন করেছেন নতুন ভার্সনে। আগের দুই শিল্পী লিমন ও পলাশের সঙ্গে নতুন করে যোগ হয়েছেন অরণ্য। মিক্স, মাস্টারিংও করা হয়েছে পুনরায়।

ভাষা দিবস উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটির লিরিক্যাল ভিডিও। প্রিন্স মাহমুদ বলেন, ‘গানটি করার সময় খেয়াল করেছিলাম ভাষা আন্দোলন নিয়ে তেমন কোনো গান নেই। সেই তাড়না থেকেই গানটি করা। বলা যায়, এটা গণ-অধিকারের গান। এ গানের মধ্যে আমি সেই সময়টাকে ধরতে চেয়েছি।’

গানটির মুখ ‘মাতৃভাষার জন্য এ মাটিতে, বুকের আগুন রক্ত পেরেছে দিতে/একমাত্র জাতি পৃথিবীতে, বাঙালি একমাত্র জাতি পৃথিবীতে’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close