বিনোদন প্রতিবেদক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

বই আকারে হারুন রশীদের ‘যা ছিল অন্ধকারে’

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর শোচনীয় পরাজয়ের কারণ অনুসন্ধানে জুলফিকার আলী ভুট্টো গঠন করেন হামুদুর রহমান কমিশন। এ কমিশনের রিপোর্টে উঠে আসে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যা, লুণ্ঠন, আর পৈশাচিক নির্যাতেনের চিত্র। তাই এ কমিশনের রিপোর্ট পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি। তবে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের রিপোর্টেও কিছু অংশ প্রকাশিত হয়। তার ওপর ভিত্তি করে নাট্যকার ও বিটিভির মহাপরিচালক হারুন রশীদ লেখেন মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর নাটক ‘যা ছিল অন্ধকারে’। গত ১২ ফেব্রুয়ারি বিকেলে চ্যানেল আইতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বইটির লেখক হারুন রশীদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও জাতীয় সংসদের মনোনীত সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আরো অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইতিহাসের একটি প্রামাণ্য দলিল হিসেবে হারুন রশীদের লেখার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘যা ছিল অন্ধকারে’র নাট্যরূপ বিটিভিতে প্রচারিত হয় এবং বেশ দর্শকপ্রিয়তা পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close