বিনোদন প্রতিবেদক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

সময়-অসময়ের গল্প নিয়ে ‘আমি তুমি এবং বিয়ে’

সদ্য ৩২ পার করা ফুয়াদ পেশায় একজন শিক্ষক। বাবা-মায়ের সঙ্গে উত্তরায় নিজেদের বাড়িতেই থাকেন। জীবনটাই তার কেটে যাচ্ছে পড়তে আর পড়াতে। প্রেমে পড়ার সৌভাগ্য তার হয়নি কখনো। অবশ্য এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তবে আক্ষেপ যা তা তার বাবা-মায়ের। ছেলেকে কখন বিয়ে দেবেন তারা। এত দিন বিয়ের বিষয় নিয়ে তাকে তার মাথাব্যথা না থাকলেও দুদিন আগে অসুস্থ মায়ের আবদার আর যে ফেলতে পারছেন না। তাইতো বিয়ের জন্য রাজি হন। কিন্তু কোন মেয়েকে তিনি বিয়ে করবেন, তা কিন্তু সে মোটেও জানে না। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে আর এফ এল প্লাস্টিক নিবেদিত সময় অসময়ের গল্প নিয়ে নাটক ‘আমি তুমি এবং বিয়ে’। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকটিতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভির, সানজিদা ইফতি ,পীরজাদা শহীদুল, আজম খানসহ অনেকে। আজ রাত ৯টায় নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close