বিনোদন প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

ফিরছেন না তামান্না

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না। বর্তমানে বসবাস করছেন সুইডেনে। গেল বছরের শেষ প্রান্তে জানিয়েছিলেন এই ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন তিনি। যে কারণে দেশে ফেরার আগেই সিনেমাতে কাজ করার ব্যাপারে দেশ থেকে সুইডেনে তামান্নার সঙ্গে বেশ কজন নির্মাতা কথাও বলেছিলেন। কিন্তু গতকাল সুইডেন থেকে তামান্না জানান, কিছু পারিবারিক কাজে তাকে এ মুহূর্তে ভীষণ ব্যস্ত সময় পার করতে হচ্ছে এবং তার বাবা-মা কিছুটা অসুস্থ বিধায় আপাতত দেশে ফেরা হচ্ছে না তার। তবে তিনি জানান, আগামী জুন মাসে দেশে ফেরবেন। সেই সময়ে সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে তিনি সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন। তামান্না বলেন, ‘ভীষণ ইচ্ছে ছিল এবারের ফেব্রুয়ারিতে দেশে ফেরার। কারণ বহু বছর আমি বইমেলায় যাই না। এবার ইচ্ছে ছিল বইমেলায় যাওয়ার। আমার প্রিয় কিছু লেখকের বই কেনারও ইচ্ছে ছিল। আবার কজন নির্মাতার সঙ্গেও সিনেমাতে কাজ করার ব্যাপারে চূড়ান্ত কথা হয়েছিল। কিন্তু শেষমেশ পারিবারিক কিছু কাজে আমাকে এখন ভীষণ ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। আবার আমার বাবা-মাও কিছুটা অসুস্থ। তাদের দেখভালের জন্যও আমাকে সুইডেনেই থাকতে হচ্ছে। তাই আপাতত দেশে আসা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইচ্ছে আছে চলতি বছরের জুনে দেশে ফেরার। সেই সময়ে যদি ব্যাটে-বলে মিলে যায় তা হলে নিশ্চয়ই সিনেমাতে অভিনয় করব। কারণ সিনেমাই কিন্তু আমাকে আজকের তামান্নাতে পরিণত করেছে। যদিও আমি দেশের বাইরে থাকি। কিন্তু মনটা দেশের জন্য, দেশের সিনেমার জন্য ব্যাকুল হয়ে থাকে। প্রতিনিয়তই কিন্তু আমি দেশের সিনেমার আপডেট রাখার চেষ্টা করি।’ প্রয়াত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভন্ড’খ্যাত নায়িকা তামান্না দীর্ঘদিন ধরেই সুইডেনে আছেন। চলচ্চিত্রে এসে তামান্না দেশের শীর্ষ স্থানীয় একজন নায়িকায় নিজেকে পরিণত করেছিলেন। কিন্তু একজন মেয়ে হিসেবে সমাজের নিয়মের মধ্যে থেকে জীবনের সঙ্গে আপস করে সুইডেনে পাড়ি জমিয়েন শীর্ষে থেকেও চলচ্চিত্র অঙ্গন থেকে অনেকটাই নীরবে সরে যান। আবারও চলচ্চিত্রাঙ্গনে ফেরার ইচ্ছে প্রকাশ করছেন তামান্না। নিজেকে মানসিকভাবে যেমন পরিবর্তন করেছেন, ঠিক তেমনি চলচ্চিত্রে অভিনয়ের জন্যও নিজেকে প্রস্তুতও করেছেন। তামান্না বলেন, ‘দেখতে দেখতে জীবন থেকে কীভাবে যেন রোবটের মতো ২০টি বছর পেরিয়ে গেছে। এ ২০ বছর আমাকে কেউ যেন কন্ট্রোল করছিল। আমি রোবটের মতো শুধু নির্দেশনাই শুনছিলাম। আমি এতটাই বোকা এবং আবেগী ছিলাম যে, নিজে যে নিয়ন্ত্রিত হয়ে জীবনযাপন করছি, তা বুঝতে পারিনি। কিন্তু এ সময়ে এসে তা আমি উপলব্ধি করছি। আর তাই আমার ফেলে আসা চলচ্চিত্র জীবনে আমি আবার ফিরে যেতে চাচ্ছি।’ তামান্না বিগত দুই বছর যাবত সুইডেনে ‘হোমসান কালচারাল অ্যাসোসিয়েশন’-এর নৃত্য ও অভিনয়ের নির্দেশক হিসেবে কাজ করছেন। সর্বশেষ তিনি মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্য রে’ চলচ্চিত্রে অভিনয় করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close