বিনোদন প্রতিবেদক

  ৩১ জানুয়ারি, ২০১৯

গরিবের ডাক্তার এজাজের পদোন্নতি

জনপ্রিয় অভিনেতা হিসেবে তার রয়েছে ব্যাপক খ্যাতি। পেশায় চিকিৎসক এ অভিনেতার ভিজিট ফি কম হওয়ায় সবার কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজ ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ।

তিনি বলেন, ‘দেশের মানুষের কাছে তিনি একজন স্বনামধন্য অভিনেতার পাশাপাশি একজন সুচিকিৎসক। সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজের একটি গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন, অবশ্যই এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের।’

তিনি আরো লিখেছেন, ‘কিন্তু এ নিয়ে কোনো সংবাদ দেখলাম না কোনো পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেলে। অথচ কার সঙ্গে কার ডিভোর্স হলো, কার সুন্দরী হওয়ার নেপথ্য ইতিহাস কী? এ নিয়ে জাতির মাথাব্যথার অন্ত নেই। মিডিয়ার মানুষদের বিজয়ের গল্প ও সাধারণ মানুষদের জানা দরকার। এ ইতিহাস কেবল কিছু বিভ্রান্তির গল্পে সীমাবদ্ধ নয়। অভিনন্দন এজাজ ভাই।’

উল্লেখ্য, ডা. এজাজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাস করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ পেশার পাশাপাশি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে মিডিয়ায় আসেন এজাজ। সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close