বিনোদন প্রতিবেদক

  ৩১ জানুয়ারি, ২০১৯

ছোট পর্দায় জয়ার ‘দেবী’

গত বছরের সবচেয়ে আলোচিত ছবি জয়া আহসানের ‘দেবী’। দেশ-বিদেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়েছে। ছবিটি মুক্তির শততম দিন পূর্ণ হয়েছে গত ২৭ জানুয়ারি। এর মধ্যে ছবির প্রযোজক জয়া আহসান জানালেন নতুন আরো একটি সুখবর। যারা এখনো বড় পর্দায় ‘দেবী’ দেখার সুযোগ পাননি, তারা ছোট পর্দায় পরপর দুদিন দেখার সুযোগ পাবেন। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। আগামী ১ ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে টানা দুদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ছবিটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।

এ প্রসঙ্গে ছবির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেন, ‘ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে গোটা বিশ্বের বাংলাভাষী দর্শক ছবিটি দেখতে পাবেন। এটা আনন্দের। দেশের দর্শকরা যারা এখনো ছবিটি দেখার সময় বের করতে পারেননি, তারাও দেখতে পাবেন।’ দেবী ছবিটি মুক্তি পেয়েছিল গত বছরের ১৯ অক্টোবর। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ১০৩ মিনিট দৈর্ঘ্যরে ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচসহ অনেকে। জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমার এটা প্রথম চলচ্চিত্র। দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘ফুরুৎ’। ছবিটি নির্মাণের প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close