সুরের নৈপথ্যে বাংলার সংগীতপ্রেমীরা যুগে যুগে খুঁজবেন তাকে। তিনি থাকবেন সংস্কৃতিবোদ্ধাদের মণিকোঠায়। তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল। যিনি সুরের মূর্ছনায় বাঙালিকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়েছিলেন হাজারবার। তার এই চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে মিডিয়াপাড়ায়। বেশ কজন তারকা এ গুণী গীতিকার-সংগীত পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এ নিয়ে এবারের প্রতিবেদন লিখেছেন তুহিন খান নিহাল

  ২৩ জানুয়ারি, ২০১৯

বুলবুলের মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ

তার এই বয়স হয় নাই যে, পৃথিবী থেকে চলে যাওয়ার। তার ধ্যানজ্ঞান সবই ছিল সংগীত ঘিরে। তার চলে যাওয়ায় সংগীতে যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ করা সম্ভব নয়।

তার অনেক কিছু দেওয়ার

ক্ষমতা ছিল।

সংগীতশিল্পী জেমস

বুলবুলের একটি ছবি নিজের ভেরিফাইড ফেজবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘জওচ আহমেদ ইমতিয়াজ বুলবুল’

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার

‘জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না কোনো দিন’

চিত্রনায়ক শাকিব খান

‘বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই... (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার চলে যাওয়ায় বাংলা সংগীতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গুণী এ মানুষটির মৃত্যুতে জানাই গভীর শোক। ওপারে ভালো থাকবেন অসংখ্য কালজয়ী গানের রূপকার আহমেদ ইমতিয়াজ বুলবুল...’

সংগীতশিল্পী ধ্রুব গুহ

‘আপনার আত্মা শান্তি পাক’

অভিনেতা চঞ্চল চৌধুরী

‘বিন¤্র শ্রদ্ধা... আহমেদ ইমতিয়াজ বুলবুল...’

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি

‘ওনার খুব ইচ্ছা ছিল গ্রামে থাকবেন। এই শহর ওনার ভালো লাগত না। আপনারা দোয়া করবেন আমাদের বুলবুল ভাইয়ের জন্য’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

‘অনেক বড় একটা দুঃসংবাদ দিয়ে সকাল শুরু! দেশবরেণ্য সুরকার, গীতিকার, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল (স্যার) আমাদের মাঝে আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন’

চিত্রনায়ক জায়েদ খান

‘আরো এক নক্ষত্রের বিদায়। অসংখ্য অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আপনার আত্মার শান্তি কামনা করছি। আপনি আপনার সৃষ্টির জন্যই মানব হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।’

সংগীতশিল্পী কণা

‘বুলবুলের একটি ছবি পোস্ট করে ফেজবুকে লিখেছেন, ভালো

থাকবেন’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close