বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০১৯

শিল্পকলায় চীনা নববর্ষ উদযাপন

চীনাদের জন্য চীনা নববর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। চার হাজার বছরের প্রাচীন উৎসবটি বসন্ত উৎসব নামেও পরিচিত। গত বৃহস্পতিবার ছিল চীনের নববর্ষ। প্রতি বছর বিশ্বের ১৩০ দেশের ৪০০ শহরে এ উৎসব পালিত হয়। এরই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ-২০১৯ পালিত হয়। এর আয়োজনে ছিল বাংলাদেশে চীনের দূতাবাসসহ চীনের ইউনান প্রদেশের সংস্কৃতি এবং পর্যটন বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্র। এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার ঝ্যাং ঝু, সংস্কৃতি সচিব রোক্সানা মালেক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী ও কূটনৈতিক কর্মকর্তারা। এ সময় তারা ইউনান এথনিক ভিলেজ পালাটিউ আর্ট ট্রুপ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের একটি যৌথ পরিবেশনা উপভোগ করেন। এ ছাড়া ইউনান প্রদেশের সাংস্কৃতিক সামগ্রীর প্রদর্শনী এবং একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close