বিনোদন প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

সুবীর নন্দীর ‘হঠাৎ ঘোমটা’

বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী। যাওয়ার আগে দেশের প্রথিতযশা কি-বোর্ডিস্ট রূপতনুর সুর সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গানটির শিরোনাম হচ্ছে ‘হঠাৎ ঘোমটা’। গানটি লিখেছেন জামাল রেজা। এবারই প্রথম রূপতনুর সুর সংগীতে গাইলেন সুবীর নন্দী। গানটির কথা হচ্ছে ‘হঠাৎ ঘোমটা পরে, নামল কেমন দেখ বৃষ্টি’। দীর্ঘ পঁচিশ বছর যাবৎ একজন কি-বোর্ডিস্ট হিসেবে পেশাগতভাবে কাজ করছেন রূপতনু। তবে একজন যন্ত্রশিল্পী হিসেবে দীর্ঘদিনের এই পথচলায় এবারই প্রথম রূপতনু কোনো গানের সুর সংগীতায়োজনের কাজ করেছেন।

নিজের জীবনের প্রথম গান সুবীর নন্দীকে দিয়ে গাওয়ানো প্রসঙ্গে রূপতনু বলেন, যেহেতু আমার জীবনের প্রথম সুর সংগীতের গান ‘হঠাৎ ঘোমটা’। তাই আমি মনে মনে চেয়েছিলাম এমনই একজন শিল্পীকে দিয়ে গানটি গাওয়াতে যিনি হবেন এদেশের একজন কিংবদন্তি শিল্পী। সুবীর’দা নিঃসন্দেহে এ দেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী। তাই আমার স্বপ্ন ছিল তাকে দিয়েই গানটি গাওয়ানোর। দাদা আমার সেই স্বপ্ন পূরণে পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম। গানটির রেকর্ডিং হবার পর সুবীর’দা বলেছিলেন, আমি একটি অসাধারণ কম্পোজিশনের গান গাইলাম। রূপতনু যে এত চমৎকার সুর সংগীত করতে পারে তা আমার জানা ছিল না। সত্যিই একটি চমৎকার গান হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আর রূপতনুর জন্য অনেক আশীর্বাদ রইল, আগামীতে সে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। রূপতনুর নিজস্ব প্রযোজনায় তার ইউটিউব চ্যানেলে ‘রূপতনু রূপু’তে গানটির লিরিক্যাল ভিডিও এরই মধ্যে প্রকাশ হয়েছে। রূপতনু জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সুবীর নন্দী ঢাকায় এলে গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রয়াত বুলবুল আহমেদ অভিনীত ‘মহানায়ক’ সিনেমাতে প্লে-ব্যাক করে সুবীর নন্দী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি আরো বেশ কয়েকবার একই পুরস্কারে ভূষিত হন। আবার ১৯৯২ সালে রূপতনু কি-বোর্ড শেখা শুরু করেন এবং পরবর্তীতে ১৯৯৪ সাল থেকে তিনি পেশাগতভাবে কি-বোর্ডিস্ট হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশের প্রথিতযশা প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গেই তিনি কি-বোর্ডিস্ট হিসেবে দেশ বিদেশে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close