বিনোদন প্রতিবেদক

  ১২ জানুয়ারি, ২০১৯

শিল্পকলায় ‘তামসিক’

মঞ্চস্থ হতে যাচ্ছে তীরন্দাজ নাট্যদলের নাটক ‘তামসিক’। আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এটি এ দলের চতুর্থ প্রযোজনা। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী। নির্দেশনায় রয়েছেন কাজী রাকিব।

নাটকটির নির্দেশক কাজী রাকিব বলেন, ‘থিয়েটার একটি লাইফস্টাইল। অন্তত আমি তাই মনে করি। আর সমস্ত কাজকর্মের ভেতরেও থিয়েটার চলমান থাকে। শুধু দু-তিন ঘণ্টা রিহার্সেল আর শো করার মধ্যে থিয়েটার সীমাবদ্ধ নয়। অন্তর দিয়ে বিশ্বাস করলে তবেই থিয়েটার লালন করা যায়। আর এই থিয়েটারকে পুঁজি বানাতে পুঁজিবাদের নিষ্পেষণে শিল্পীদের অস্তিত্বের লড়াইয়ের উপাখ্যান তামসিক।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তমা রানী, তাসনোভা শিশির, নুসরাত তিথি, সানজিদা প্রমি, তমাল খান, এনাম রিপন, উত্তম চক্রবর্তী, কাজী রাকীব, রফিকুল সেলিম, হাসান মাহদী লাল্টু, কাজী রাকীব ও শাওন কুমার। এ ছাড়াও অভিনয় করছেন সোহাগ তালুকদার, অমিত শিবরাম, মারুফ মুন্না, সোহাগ লিটন, ফারজানা, আরিয়ান সোহাগ, মামুন, সৌরভসহ অনেকে।

মঞ্চ পরিকল্পনায় সোহাগ তালুকদার, আলোক পরিকল্পনায় রহিম সুমন। সংগীতায়োজনে কাজী শামস, কোরিওগ্রাফি করেছেন কাজী রাকিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close