বিনোদন প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৯

বছরের প্রথম ধারাবাহিকে রুনা খান

নিজের জন্মদিনে এবার একটু অন্যরকম পরিকল্পনা ছিল ভার্সেটাইল অভিনেত্রী রুনা খানের। জন্মদিনটিকে একটু অন্যরকম করে তোলার লক্ষ্যে এক মাসেরও বেশি সময় আগে রুনা খান পরিকল্পনাও করেছিলেন। কিন্তু হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে যাবার কারণে নিজেই সেই পরিকল্পনা থেকে দূরে সরে দাঁড়ান। কারণ রুনার কাছে শাশুড়ির সুস্থ হয়ে বাসায় ফিরে আসাটাই খুব জরুরি ছিল। বিগত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় যাবত তিনি নিজেকে শাশুড়ির সেবাতেই ব্যস্ত রেখেছেন। কিন্তু তারপরও আজ রুনা খান তার জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভালো ভালো নাটক সিনেমায় অভিনয় করতে পারেন। গত মাসেই রুনা খান সিডিউল দিয়ে রেখেছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। সে অনুযায়ী রুনাকে এরইমধ্যে আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি টানা তিনদিন রাজের নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘যেহেতু গত মাসেই এই নাটকের সিডিউল দেওয়া ছিল, তাই পরিবারের এমন সমস্যার মধ্যে আমার স্বামীও আমাকে বলেছেন কাজটি করতে। আমার কাছে সবসময়ই পরিবারের শান্তিটা আগে। তাই পরিবারের ভালো মন্দটাই প্রাধান্য দেই সবার আগে, সবসময়। রাজের নির্দেশনায় এর আগে আমার কাজ করা হয়ে উঠেনি। রাজ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। আশা করছি তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালোই হবে।’ রুনা খান নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন বলেই দর্শক, সহকর্মী ও নির্মাতাদের মধ্যে তাকে ঘিরে এক অন্যরকম ভালোলাগা কাজ করে। গুনী এই অভিনেত্রী এরই মধ্যে জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে কাজ করেছেন। বিদেশগামী যাত্রীরা যেন সঠিকভাবে বিদেশ যাবার সব পন্থা জেনে বিদেশ যান সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আর এই তথ্যচিত্রেই অভিনয় করেছেন রুনা খান। এটি নির্মাণ করেছেন ফারুক আহমেদ টিটু। গত বছরের একেবারে শেষপ্রান্তে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দুটি মুক্তি পায়। দুটি সিনেমায় রুনা খানের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। রুনা খান বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকগুলো হচ্ছে অনিমেষ আইচের ‘জোছনাময়ী’, ‘গুড ব্যাড আগলি’, অঞ্জন আইচের ‘থ্রি মেড’, যুবরাজ খানের ‘ব’তে বন্ধু’, আল হাজেনের ‘সুখের ভেতর অসুখ’, জুয়েল শরীফের ‘আলিবের অষ্টখ-’। এ ছাড়াও তিনি জুয়েল হাসানের দুটি খ- নাটক ‘বৌ ভাগ’ ও ‘বাবার বাদশা’তে অভিনয় করেছেন। গেল বছর ‘হালদা’ ও ‘গহীন বালুচর’ ছাড়াও সাজেদুল আউয়ালের ‘সিটকিনি’ সিনেমাটিও মুক্তি পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close