বিনোদন প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৯

‘আমি আপনাদের মানুষ’

গতকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাঙালি সাংস্কৃতিক বন্ধন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। অনুষ্ঠানে সদ্য নির্বাচিত এই এমপি বলেন, ‘আমি শিল্পী, আমাকে এমপি বলবেন না, আমি আপনাদের মানুষ, আমার কাজ হলো মানুষের কাজ করা। উন্নয়ন চলছে, চলবেই। উন্নয়নের আরেক নাম শিল্পী। আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষকে সোনার বাংলা উপহার দেবেন।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রায় ৩০ হাজার ফুলের তোড়া আমাকে দেওয়া হয়েছে। আমার মনে হয় না, আর কোনো সংসদ সদস্য এত ফুল পেয়েছে। তখন আমার এই আর্ট-কালচারের ভাই-বোনদের কথা মনে হয়েছে। দেখুন আর্ট-কালচারের মানুষদের মানুষ কত ভালোবাসে এবং বিশ্বাস করে। অনুষ্ঠানে চলচ্চিত্র তারকা ফেরদৌস, রিয়াজ, নাট্যব্যক্তিত্ব এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি ড. ইনামুল হক, বাঙালি সাংস্কৃতিক বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার, সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, চিত্র নায়িকা দিলারা, নাট্যব্যক্তিত্ব এসএম মহসিন, শহীদুল হক সাচ্চু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সংগীতজ্ঞ মনোরঞ্জন ঘোষাল, ইন্দ্রমোহন রাজবংশীসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close