বিনোদন প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০১৯

তপন চৌধুরীর জন্মদিনে কুমার বিশ্বজিৎ

তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎ বাংলাদেশের আধুনিক গানের দুই মহারথি। দুজনই তাদের অসংখ্য জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বিষয়টি এমন, একজন শিল্পীর চলে যাওয়ার পর তাকে নিয়ে পরে তার সহকর্মীদের মধ্যে অনেক ধরনের প্রশংসাবাক্য শোনা যায়। কিন্তু তপন চৌধুরীর মতো গুণী শিল্পীর জীবদ্দশাতেই তাকে নিয়ে কিছু কথা বলেছেন কুমার বিশ্বজিৎ। গতকাল ছিল তপন চৌধুরীর জন্মদিন। তার জন্মদিনের প্রাসঙ্গিকতা টেনেই কুমার বিশ্বজিৎ এসব কথা বলেন।

কুমার বিশ্বজিৎ বলেন, তপন দাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছি। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছে বিধায় তিনি বেশ খুশিও হয়েছিলেন। সত্যি বলতে কী, বাংলাদেশের আধুনিক গানে তার অবদান অফুরন্ত। তার গানে বাংলা কাব্য,সাহিত্য এবং সর্বোপরি তার গান সবকিছু মিলিয়েই তিনি একজন অসাধারণ সংগীতশিল্পী। দাদা তার গান দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনকে যেভাবে সমৃদ্ধ করেছেন, আমার অনুরোধ ধাকবে এভাবেই যেন জীবনের বাকিটা দিন তিনি যেন তার গান দিয়ে আমাদের সংগীতাঙ্গনকে আরো সমৃদ্ধ করে যান। মানুষ হিসেবে তপনদা অসাধারণ একজন মানুষ। সত্যিকার অর্থেই যারা ভালো কাজ করেন, তাদের প্রশংসা করতে পারেন সহাস্যে। তার সবচেয়ে বড় গুণ হলো যেকোনো সময় যে কারোরই সুখে-দুঃখে, আনন্দ-উৎসবে তিনি পাশে থাকার চেষ্টা করেন। এটা সহজ কোনো বিষয় নয়। জীবনকে তিনি অন্তর থেকে উপলব্ধি করতে পারেন বলেই সবার জন্য নিবেদিত হয়ে পাশে থাকতে পারেন। আমি সবসময়ই চাই তপনদা ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন। কুমার বিশ্বজিৎ জানান, কবির বকুলের উপস্থাপনায় বেশ কয়েক বছর আগে বিটিভির একটি অনুষ্ঠানে তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎ একজন আরেকজনের গান গেয়েছিলেন। এটি সেসময় বেশ আলোচিত হয়েছিল। তারা দুজন একই অ্যালবামে গান গেয়েছেন বেশ কিছু। কিন্তু একসঙ্গে তাদের কোনো গান করা হয়নি। এদিকে তপন চৌধুরী বর্তমানে দেশের বাইরে আছেন। সর্বশেষ চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’-এ তাকে দেখা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close