বিনোদন প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০১৯

‘নাটক হলেও মনে হবে ফিল্ম দেখছি’

ছোটপর্দার পরিচিত মুখ গোলাম কিবরিয়া তানভীর। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় দীপ্ত টিভির মেগা ধারাবাহিক ‘খলনায়ক’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। গত ৫ জানুয়ারি থেকে নাটকটি প্রচার শুরু হয়েছে।

নাটকটি নিয়ে অভিনেতা তানভীর বলেন, নাম খলনায়ক হলেও আমিই নাটকের নায়ক। একজন স্বপ্নভাঙা প্রেমিকের গল্প, বাবার মতাদর্শের বাইরে গিয়ে বখে যাওয়া ছেলের গল্প নিয়ে ‘খলনায়ক’। এখানে আমার চরিত্রের নাম রুমি, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও দ্রুত বড়লোক হওয়ার আশায় অন্ধকার জগতে পা রাখে। পরিবারের চেষ্টায় সে সঠিক পথে ফিরে এলেও একটা মেয়ের কারণে আবার নষ্ট পথে চলে যায়। নাটকটিতে চুক্তিবন্ধ হওয়ার বিষয়ে এই অভিনেতা বলেন, ৮ মাস আগে যখন অডিশন দেই তখনই বুঝতে পারি এ কাজে চ্যালেঞ্জ রয়েছে। গল্প শুনেই আমার ভালো লাগে। বলা যায় ওয়ান ম্যান শো। স্ক্রিনে আমি না থাকলে আমার সংলাপ রয়েছে। আমার কাছে মনে হয়েছে এই নাটকে আমার অনেক কিছু করার আছে। নাটকের প্রতিটি দিকই আমাকে ঘিরে। পুরোপুরি মৌলিক গল্পের নাটক। নাটক হলেও মনে হবে ফিল্ম দেখছি। নির্মাতা সেভাবেই বানিয়েছেন। খলনায়ক নাম নেতিবাচক হলেও এখানে প্রেমকাহিনির গল্প রয়েছে। নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে তানভীর বলেন, কয়েকটি সিঙ্গেল নাটকে কাজ করছি। একটি ওয়েব সিরিজে কাজের কথা চলছে। সেখানে ভারতীয় শিল্পী থাকবে। একটি সিনেমায় চুক্তি হয়েছি। ছবিটি নিয়ে এখনই কিছুই বলতে চাইনা। আরো কিছু কাজ বাকি, সবকিছু ঠিক হলে আগামী মাসে ঘোষণা দেব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close