বিনোদন প্রতিবেদক

  ০৫ জানুয়ারি, ২০১৯

সেন্সরে ‘স্যাটারডে আফটারনুন’

দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার তিনি নির্মাণ করেছেন ‘স্যাটারডে আফটারনুন’ নামে একটি নতুন ছবি। তবে বছরখানেক আগে ছবিটির নির্মাণকাজ শেষ হলেও মাত্র কিছুদিন আগে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। হলি আর্টিজানের ঘটনা নিয়ে ছবিটি নির্মাণের গুঞ্জন থাকলেও এটি সত্য নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা ফারুকী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা নিয়ে এই ছবি নির্মাণ করিনি। তবে এ ঘটনা থেকে ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে।’

জানা গেছে, এই ছবিতে জঙ্গি দলের নেতার চরিত্রে রয়েছেন মাহমুদুজ্জামান বাবু। কলকাতার পরমব্রত, ইরেশ জাকের, ইফতেখার দিনার তার সহযোগী। জঙ্গিরা রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় শেফকে খুঁজতে থাকেন। শেফের চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি। অন্যান্য শেফের চরিত্রে অভিনয় করেছেন গাউসুল আজম শাওন ও আনোয়ার হোসেন। জাহিদ হাসান তার ছেলেকে নিয়ে খেতে আসেন এই রেস্তোরাঁয়। তিনি আগে থেকেই রেস্তোরাঁর সবাইকে চেনেন। শেফদের বিষয়ে তার ধারণা থাকে। এখানে একপর্যায়ে তিশাকেও খেতে আসতে দেখা যাবে।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল প্রযোজকের দায়িত্বে রয়েছে বলেও জানা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close