বিনোদন প্রতিবেদক

  ২২ ডিসেম্বর, ২০১৮

নতুন জুটি ইয়াশ-ফারিণ

ইয়াশ রোহান, এই প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী। বিজ্ঞাপন, নাটক এবং সিনেমায় অভিনয় করে তিনি পেশাগতভাবে একজন অভিনেতাই হয়ে উঠছেন। তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান তিনি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। এক ‘স্বপ্নজাল’ই তার পরিচিতির গ-ি বাড়িয়ে দিয়েছে বহু গুণে। মা শিল্পী সরকার অপুর লেখা গল্পে এই বড়বেলায় এসে প্রথমবারের মতো অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকের নাম ‘কাঙ্খিত প্রহর’। এতে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি হয়েছেন ছোটপর্দার এ সময়ের নতুন মুখ তাসনিয়া ফারিণ। গেল সপ্তাহেই রাজধানীর উত্তরার একটি প্রতিবন্ধীদের স্কুলে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার শিল্পী সরকার অপু বলেন, এ নাটকটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। প্রতিবন্ধী বাচ্চাদের মায়েরা নিজেরাও এক ধরনের অস্বস্তিতে ভোগে। সামাজিকভাবে হেয় হতে পারেন ভেবে নিজেদের প্রতিবন্ধী সন্তানের কথা জানান দিতে চান না। কিন্তু এটা ঠিক নয়। প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের সবাইকেÑ এটাই নাটকের প্রতিপাদ্য বিষয়।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘মায়ের লেখা গল্পে সেই ছোটবেলায় অভিনয় করেছি। বড়বেলায় এসে এবারই প্রথম অভিনয় করেছি। এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। ফারিণের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করেছি। ফারিণও খুব ভালো করেছে।’

তাসনিয়া ফারিণ বলেন, ‘আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে তাদের সঙ্গে শুটিংয়ের ফাঁকে ফাঁকে সময় কাটাতে। ইয়াশের সঙ্গে প্রথম কাজ, বেশ ভালো লেগেছে আমার। নাটকটি দর্শকের কাছে অন্য রকম ভালো লাগার সৃষ্টি করবে, এটাই আশা করছি আমি।’

আগামী ২৯ ডিসেম্বর নাটকটি বিটিভিতে সাপ্তাহিক নাটক হিসেবে প্রচার হবে। এদিকে জন্মদিনের শুরুর প্রহরটা পরিবারের সঙ্গে কাটলেও এই দিনে তাকে শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। এদিকে ফারিণ অভিনীত প্রথম নাটক ছিল ২০১৭ সালে সাফায়েত মনসুর রানার ‘আমরা ফিরবো কবে’। এরপর তিনি মাকসুদুর রহমান বিশাল, রাহাত মাহমুদ, চয়নিকা চৌধুরী, কৌশিক শংকর দাস, আদিত্য জনির নাটকে অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close