বিনোদন প্রতিবেদক

  ২১ ডিসেম্বর, ২০১৮

সৈয়দ শামসুল হকের জন্মদিনে ‘মাউথঅর্গান’

আনিসের বন্ধুর মেয়ে মিতু। ইউনিভার্সিটিতে পড়ে। মননে সরল। বিশ^াস করে মানুষকে। সেই বিশ^াসে আনিসের সঙ্গে এক দিন বাসার কাউকে না জানিয়ে ঘুরতে যায় এক ফরেস্টে। ইচ্ছে ছবি তোলা। যে ক্যামেরায় ছবি তুলবে, সেই ক্যামেরাও দিয়েছে আনিস। আনিস আসলে মিতুর বাবার বন্ধু। খুনসুটি আর নানা মজার ছলে সম্পর্ক অত্যন্ত গভীর। সেই গভীরতা থেকেই মিতুকে নিয়ে ঘুরতে আসে ফরেস্টে। সেখানে পরিচয় হয় এক অচেনা যুবকের সঙ্গে। যুবকের হাতে থাকা মাউথঅর্গানের সুর মিতুর মনে দোলা দেয়। দুজনের মধ্যে ভালো ভাব হয়। কিন্তু আনিস সাহেব তা সহ্য করতে পারে না। নানা কৌশলে মিতুকে যুবকের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। মিতুও বুঝতে পারে না কেন বাবার বন্ধু এমন করছে। এমন দ্বন্দ্ব নিয়েই বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘একদিন অরণ্যে’ গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মাউথঅর্গান’। গল্পটির নাট্যরূপ দিয়েছেন কথাসাহিত্যিক মনি হায়দার। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাসান রেজাউল। এতে মিতু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আনিস সাহেব চরিত্রে শহীদুজ্জামান সেলিম। ও অজ্ঞাত যুবকের চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ। এ ছাড়াও আছেন সুরভী শারমিন। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, আমার সাহিত্য নির্ভর নাটক নির্মাণ করতে বেশি ভালো লাগে। সেলিম আল দীন, হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ-এর পর সৈয়দ শামসুল হককে নিয়ে কাজ করেছি। গল্পটি আমাদের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে। আমাদের জীবনে বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুরুত্বপূর্ণ দিককে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় আমাদের জেনারেশানের অনেক ছেলে মেয়ে বড় ভুল করে ফেলছে। যার পরিণতি অনেক সময় ভয়াবহ হয়। এটাই গল্পে ফুটে উঠেছে। নাটকটি নির্মাণের মধ্য দিয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত।

এদিকে ‘মাউথঅর্গান’ নাটকটি সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকীর প্রক্কালে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close