বিনোদন প্রতিবেদক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

নিউইয়র্কে জয়ার ‘দেবী’র প্রদর্শনী

বাংলাদেশের গন্ডি পেরিয়ে জয়া আহসান এবার পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে। সেখানে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ১৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জয়া আহসানের সি-তে সিনেমা প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেত্রী জয়া। বায়োস্কোপ ফিল্মসের আয়োজনে এই প্রদর্শনীটিও ছিল দর্শকপূর্ণ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শোর শুরুতে জয়া আহসানের অনুরোধে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ ছাড়া একই দিন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের মৃত্যুতে জয়া আহসান স্মরণ করেন এই গুণী নির্মাতাকে। ‘দেবী’র সেদিনের প্রদর্শনী আমজাদ হোসেনকে উৎসর্গ করেন জয়া। এদিন অভিনেত্রী রিচি সোলায়মান, তার স্বামী রাসেক মালিকসহ অনেক বন্ধু-শুভাকাঙ্খীরাই জয়ার সঙ্গে দেখা করতে আসেন। জয়াও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবেশক সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ এখনো আমেরিকার বিভিন্ন রাজ্যে সমান তালে চলছে। ব্যবসার দিক দিয়ে বাংলা সিনেমায় নতুন রেকর্ড গড়েছে ‘দেবী’। চলচ্চিত্র প্রদর্শনী শেষে লং আইল্যান্ড সিটির একটি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, দেবীর পর জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের ছবি কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ চলচ্চিত্রের সিকুয়েল ‘বিজয়া’-ও একইভাবে নতুন বছরে আমেরিকায় মুক্তি পাবে। এ ছাড়া শিগগিরই জয়া আহসানের প্রযোজনা সংস্থা সি-তে সিনেমা েেথকে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘ফুড়ুৎ’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close