বিনোদন প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

জাগো-গেরিলার পর ডায়না...

খিঁজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমা ছিল নুসরাত জাহান ডায়না অভিনীত প্রথম সিনেমা। এরপর ডায়নাকে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ সিনেমায় দেখা যায়। কিন্তু এরপর অনেক সময় পেরিয়ে গেলেও ডায়নাকে আর সিনেমায় দেখা যায়নি। কিন্তু কেন? এমন প্রশ্নের জবাবে ডায়না বলেন, ‘সত্যি বলতে কী গেরিলা মুক্তির পর পরিবার থেকেই আমাকে আর সিনেমা করতে দেওয়া হয়নি। আমিও পরিবারের বাধার মুখে সিনেমায় অভিনয় করতে চাইনি। যে কারণে সে সময় আমি নাটকেই অভিনয় করেছি। কিন্তু দর্শক তো এখনো আপনাকে সিনেমাতে অভিনয়ে দেখতে চায়, কোনো পরিকল্পনা আছে কি? এ প্রসঙ্গে ডায়না বলেন, না সিনেমা করা নিয়ে আপাতত আর কোনো পরিকল্পনা নেই আমার। এরই মধ্যে ডায়না ‘সেই পথে’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এটি রচনা ও পরিচালনা করেছেন মেজবাহ শিকদার। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এই নাটকে ডায়নার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

ডায়না জানান ‘সেই পথে’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। ডায়না ২০১৫ সালে ‘নয়নমণি কালচারাল অ্যাওয়ার্ড’-এর আওতায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ডায়না সিটিসেল, বাংলালিংক, রবি মাদার্স ডেসহ আরো বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে নুরুল আলম আতিকের ‘হিমিগিরিতে ঝরা পালক’, ‘এ শহর জাদুর শহর’, দেবাশীষ বিশ্বাসের ‘চিঠি’, দেবাশীষ বরুয়া দীপের ‘দিগন্তের শেষ প্রান্তে’, শিহাব শাহীনের ‘মুম্বাসা’, ‘মন ফড়িংয়ের গল্প’, সুমন আনোয়ারের ‘বলবান’, সাইদুল আনাম টুটুলের ‘চোরাই ধন’, সাজ্জাদ সুমনের ‘দখিনায়নের দিন’, ‘অপরাজিতা’, এজাজ মুন্নার ‘আমি তুমি তুমি আমি’, ‘যোগাযোগ গোলযোগ’, ‘সালাহউদ্দিন লাভলুর ‘আলতা সুন্দরী’, সাগর জাহানের ‘হাটখোলা’, অনিমেষ আইচের ‘কাঁটা’ ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close