বিনোদন প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

তাদের নৃত্য আলেখ্য দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী

গতকাল ছিল বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রোকেয়া পদক’ প্রদান করা হয়। পদক বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি পর্ব উপভোগ করেন। সংস্কৃতি পর্বে কবিরুল ইসলাম রতনের নির্দেশনায় ‘নৃত্য আলেখ্য’ পরিবেশন করেন সোহেল রহমান, উপমা, প্রিয়াংকা, সিনথিয়া ইয়াসমিন, মিমসহ ‘নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র’ ও ‘শিশু একাডেমি’র ৭০ নৃত্যশিল্পী। প্রধানমন্ত্রী ‘স্বপ্ন জয়ের অগ্রযাত্রা’ নামের এই নৃত্য আলেখ্য দেখে ভীষণ মুগ্ধ হন এবং পরফরম্যান্সের পর পুরো দলের ভূয়সী প্রশংসা করেন। কবিরুল ইসলাম রতন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বসে থেকে আমাদের নৃত্য আলেখ্য উপভোগ করেছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি আমাদের নৃত্যনাট্য দেখে মঞ্চে উঠে বলেছেন, অনেক ভালো ছিল আমাদের সবার পারফরম্যান্স। যে কারণে আমরা সবাই ভীষণ খুশি। নৃত্যশিল্পী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুপ্রেরণামূলক কথা আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে দীর্ঘ সময়।

তিনি আরো বলেন, ‘নৃত্য আলেখ্য’টি রচনা করেছেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। সংগীত পরিচালনায় ছিলেন আশরাফ বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close