বিনোদন প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘ডি ২০’

জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসের আগে যতগুলো ধারাবাহিক নাটক রচনা করেছেন, তার সবগুলোই ছিল গ্রামকেন্দ্রিক জীবনের গল্পের ধারাবাহিক। এবারই প্রথম তিনি শহুরে জীবনের গল্প নিয়ে দীর্ঘ ধারাবাহিক নাটক রচনা করেছেন। নাটকের নাম ‘ডি ২০’। এটি একটি সরকারি কলোনির ফ্ল্যাট নম্বর। কলোনির ভেতরে সরকারি চাকরিজীবী মানুষের পাশাপাশি সরকার থেকে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে থাকা অন্য পেশাজীবী মানুষের কাছে নিত্যদিনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ডি ২০’ ধারাবাহিকের গল্প, জানালেন ধারাবাহিকটির নির্মাতা সাগর জাহান। এবারই প্রথম সাগর জাহানের নির্দেশনায় কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, ‘সাগর জাহানের নির্দেশনায় এর আগে খ-নাটকে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম তার নির্দেশনায় ধারাবাহিক নাটকে আমার অভিনয় করা। ডি ২০ নাটকে একটি কলোনির একটি ফ্ল্যাটের মালিক মেস হিসেবে ভাড়া দেন পাবনার এবং বরিশালের চাকরিজীবী কয়েকজন মানুষকে। এই দুই এলাকার মানুষের নানা কর্মকা- নিয়ে গল্প এগিয়ে যাবে। নিঃসন্দেহে সাগর একজন ভালো নির্মাতা। অনেক যতœ নিয়েই সাগর ধারাবাহিকটি নির্মাণ করেছেন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। আরেকটি কথা না বললেই নয়, বৃন্দাবনদার গল্প সব সময়ই দর্শককে আনন্দ দেয়, ভালোলাগার জন্ম দেয়। তার নাটকে কোনো না কোনো ম্যাসেজ থাকে। এই নাটকেও আছে। দর্শক তা দেখলেই বুঝতে পারবেন।’

এই ধারাবাহিকের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন শাহানাজ খুশী। এই মুহূর্তে শাহানাজ খুশী স্বামী বৃন্দাবন ও দুই সন্তান নিয়ে দেশের বাইরে আছেন। ফিরবেন আগামী ১৫ ডিসেম্বর। ভারত থেকে মুঠোফোনে শাহানাজ খুশী বলেন, ‘বৃন্দাবনের লেখা নাটক সব সময়ই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। ডি ২০ নিয়েও আমি খুব আশাবাদী। আমার বিশ্বাস দর্শক এই নাটকটিও প্রাণভরে উপভোগ করবেন। সাগর জাহান অনেক যতœ নিয়েই নাটকটি নির্মাণ করেছেন। আমরা প্রত্যেকেই যার যার চরিত্রে যথাযথ অভিনয় করার চেষ্টা করেছি।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘সাগরের নাটকে এর আগেও আমি অভিনয় করেছি। সাগরের সবচেয়ে বড় গুণ হলো সাগর জানে সাগর কী চায়। যে কারণে চরিত্রানুযায়ী শিল্পীর কাছ থেকে সাগর খুব সহজেই অভিনয় আদায় করে নিতে পারেন।’

আজ থেকে আরটিভিতে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে ‘ডি ২০’ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে। এই নাটকে আরো অভিনয় করেছেন প্রাণ রায়, আরফান আহমেদ, ওয়ালিউল হক রুমী, জামিল, দোলনসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close