বিনোদন প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

কাঙ্গালিনী সুফিয়া হাসপাতালে

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় তিনি অসুস্থ হলে রাত ৮টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে শিল্পীর বড় মেয়ে পুষ্প বলেন, ‘মা এখন কথা বলতে পারছেন না। চিকিৎসকরা মায়ের কিডনি এবং হার্টের সমস্যার কথা বলছেন। কিন্তু এ সমস্যাগুলো মায়ের এতদিন ছিল না। এখন বয়স্কজনিত বিভিন্ন সমস্যাই দেখা দিচ্ছে।’ তিনি আরো বলেন, ‘দুই দিন ধরেই আমরা পরিবারের চার-পাঁচজন লোক মায়ের সঙ্গে আছি। হাসপাতাল থেকে খাবার দেওয়ার নিয়ম না থাকায় বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। যা আমাদের জন্য খুবই কষ্টকর। পরিস্থিতির শিকার হয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি।’ মাটি ও মানুষের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া শ্রোতাপ্রিয় গানগুলো হচ্ছে ‘কোন বা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাঁটি গাঙের নাইয়া প্রভৃতি। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close