বিনোদন প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

আজ এনটিভিতে ‘মায়াজাল’

‘মিলি ও মিতুর বড় ভাই মঈন হন্তদন্ত হয়ে বাড়ির দরজা বন্ধ করে। মহল্লায় পুলিশ এসেছে জুবায়েরকে ধরতে। ভালো ছেলে বলেই সবাই জানে জুবায়েরকে। ভালো ছেলে বলেই জুবায়ের আজ মেয়েদের উত্ত্যক্ত করা বাজে ছেলেটিকে মেরেছে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। তাই জুবায়েরকে ধরতে তৎপর পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জুবায়ের পালাতে সক্ষম হয়, কিন্তু নাছোড়বান্দা পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। মিলিদের বাড়িতেও ঢুকে। জুবায়েরের হদিস না পেয়ে পুলিশ বের হয়ে যায়। মিলি ঘরে ঢুকেই দরজা লাগাতে গিয়ে দেখে জুবায়ের দাঁড়িয়ে আছে তার সামনে। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘মায়াজাল’ শিরোনামের একটি টেলিফিল্মের দৃশ্যপট। কাজী শাহিদুল ইসলামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সালাহ্ উদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন- নিলয় আলমগীর, শারমিন জোহা শশী, সায়মা স্মৃতি, শিমু আহম্মেদ, সালাহ্ উদ্দিন লাভলুসহ অনেকে। আজ দুপুর ২.৩৫ মিনিটে টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হবে ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close