বিনোদন প্রতিবেদক

  ০৬ ডিসেম্বর, ২০১৮

‘চাঁদনী-সন্ধ্যা’ যেন বারবার ফিরে আসে : নাইম-শাবনাজ

বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল তারকাজুটি নাইম-শাবনাজ। পাশাপাশি ব্যক্তি জীবনেও সুখী তারকা দম্পতি তারা। আজ থেকে ২৭ বছর আগে এহতেশামের হাত ধরে ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে এই জুটির যাত্রা শুরু হয়েছিল। ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়েই নাইম-শাবনাজ জুটি হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। যে কারণে পরে তাদের পথ অনুসরণ করেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, ওমর সানী, শাবনূর, পপি, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খানসহ অনেকে।

‘চাঁদনী’র পর নাইম-শাবনাজ জুটিবদ্ধ হয়ে আরো অনেক সিনেমায় অভিনয় করেন। যার অধিকাংশ সিনেমাই ছিল ব্যবসাসফল। ২০১৬ সালের নভেম্বর মাসে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় ‘চাঁদনী’ সিনেমার রজতজয়ন্তীতে নাইম-শাবনাজ আয়োজন করেন চাঁদনী-সন্ধ্যার। যেখানে চলচ্চিত্রের অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের কোনো চলচ্চিত্রের রজতজয়ন্তী অনুষ্ঠানে এত তারকার সমাবেশ ঘটেনি, যা ঘটেছিল চাঁদনী-সন্ধ্যায়। কিন্তু এর পরে এভাবে আর কোনো সিনেমারই রজতজয়ন্তী অনুষ্ঠান বা ভিন্ন কোনো অনুষ্ঠান চাঁদনী-সন্ধ্যার মতো আড়ম্বরপূর্ণভাবে হয়নি। কিন্তু নাইম-শাবনাজ সব সময়ই চান চাঁদনী-সন্ধ্যার মতো অনুষ্ঠান যেন চলচ্চিত্রে হয়। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে চলচ্চিত্র পরিবারের মধ্যে আত্মিক যোগাযোগটা আরো দৃঢ় হবে। নাঈম বলেন, যেহেতু চলচ্চিত্রই আমাকে আজকের নাইমে পরিণত করেছে, তাই আমি সব সময়ই চাই, চলচ্চিত্রের জন্য যা কল্যাণকর, তাই যেন হয়। চাঁদনী-সন্ধ্যার মতো অনুষ্ঠান হওয়ারও প্রয়োজন আছে। তাতে নিজেদের মধ্যে যোগাযোগটা বাড়ে, সম্পর্ক আরো দৃঢ় হয়। শাবনাজ বলেন, চাঁদনী-সন্ধ্যায় যারা সেই সময় এসেছিলেন, তাদের প্রতি এখনো আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ সবার উপস্থিতিতেই চাঁদনী-সন্ধ্যা হয়ে উঠেছিলো স্মরণকালের একটি অনুষ্ঠান। জানি না আগামীতে এমন কোনো অনুষ্ঠান আমরা চলচ্চিত্র পরিবারের জন্য করতে পারব কি না। তবে আমি এবং নাইম এখনো চলচ্চিত্রকে, চলচ্চিত্র পরিবারের সবাইকে অনেক ভালোবাসি। হয়তো জীবনের প্রয়োজনে আমরা এখন অন্যকিছু নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা মনেপ্রাণে চলচ্চিত্রকে আমাদের মধ্যে লালন করি, ভালোবাসি। কারণ চলচ্চিত্রে এসেই আল্লাহ আমাদের দুজনকে একসঙ্গে এগিয়ে চলার পথ সৃষ্টি করে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close