বিনোদন প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

কাজী নজরুলের গল্প অবলম্বনে ‘সবুজ চিরকুট’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘সবুজ চিরকুট’ শিরোনামের একটি একক নাটক। নির্মাণ করেছেন হাবিব শাকিল। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মেহজাবিন চৌধুরী প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, মফস্বলের ছেলে হাসান। সে কলেজে পড়াশোনা করার জন্য দূরসম্পর্কের আত্মীয় রহমান সাহেবের বাসায় থাকে। রহমান সাহেবের স্ত্রী ও মেয়ে রিমঝিম বাড়িটা মাতিয়ে রাখলেও হাসান এসব থেকে দূরে থাকে। তার একটাই ইচ্ছা, ভালোভাবে লেখাপড়া করে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষিত হওয়া। সারা দিন বই নিয়েই থাকে। তার সস্তা ফ্রেমের চশমা আর রংচটে যাওয়া পোশাকের কারণে মহল্লার ছেলেরা তাকে নিয়ে মজা করে। এতে রিমঝিম রাগ করে। এসব ব্যাপারে হাসানকে বললেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এতে রিমঝিমের মেজাজ আরো চড়ে যায়। বাড়ির মানুষগুলো তাকে খুব একটা গুরুত্ব দেয় না। বরং নানান কাজ করিয়ে নেয়। এরপর একদিন হাসানের রুমে আসে রিমঝিম। জানায় সে তাকে খুব ভালোবাসে। কিন্তু নীরব থাকে হাসান। তারপর একটা চিরকুট দেয় হাসান। এভাবেই এগিয়ে যাবে নাটকের দৃশ্যপট। আজ রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close