বিনোদন প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

কনকচাঁপার ফেসবুক আইডি এবং ফ্যানপেজ হ্যাকড

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা। এবারের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এদিকে কনকচাঁপার ব্যবহৃত ফেসবুক আইডি ও ফ্যানপেজ হ্যাক হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কনকচাঁপা নিজেই। তিনি জানান, গত ২৯ নভেম্বর আনুমানিক রাত ৯টা ৩০ মিনিট তার ফেসবুক আইডি ও ফ্যানফেজ হ্যাক করা হয়েছে। বিষয়টি হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারার পর পরই সাইবার ক্রাইমে অবগত করেন কনকচাঁপা। কিন্তু সাইবার ক্রাইম থেকে ধৈর্র্য ধরে অপেক্ষা করে তা উদ্ধার করার চেষ্টা করার কথা বলায় হয়। এর মধ্যে সেদিন রাতেই পল্টন থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরিও করা হয়েছে, যার জিডি নম্বর ১৯৭০। কিন্তু আজ পর্যন্ত ফেসবুক আইডি ও ফ্যানপেজ উদ্ধার না হওয়ায় কনকচাঁপা সংবাদমাধ্যমকে জানাতে বাধ্য হয়েছেন। কনকচাঁপা বলেন, বিগত বেশ কয়েক দিন আমি চেষ্টা করেছি আমার আইডি এবং ফ্যানপেজ উদ্ধারের। কিন্তু কোনোভাবেই তা উদ্ধার করা যাচ্ছে না। আমি বিষয়টি সাইবার ক্রাইমে অবগত করেছি। পাশাপাশি পল্টন থানায় এই বিষয়ে অবগত করে সাধারণ ডায়েরিও করেছি। যেহেতু আমার ফেসবুক আইডি এবং ফ্যানপেজ আপাতত আর আমার কন্ট্রোলে নেই, তাই যদি এর পরবর্তী সময়ে কোনো ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেওয়া হয়, এর দায়ভার আমার থাকবে না। আমি একজন সংগীতশিল্পী, এ দেশের গানপাগল আমার গানকে ভালোবেসে তারা আমাকে আজকের কনকচাঁপায় পরিণত করেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য একজন শিল্পী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি নিবেদিত হয়ে সারাজীবন কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ কনকচাঁপা জানান, সাইবার ক্রাইম থেকে এখনো চেষ্টা করা হচ্ছে তার আইডি ও ফ্যানপেজ উদ্ধারের জন্য। এদিকে আপাতত নির্বাচনী প্রচারণা নিয়েই ভীষণ ব্যস্ত আছেন কনকচাঁপা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close