বিনোদন প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

ঐশীর কণ্ঠে প্রথম নজরুলসংগীত

২০১৭ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশী। গানের পাশাপাশি লেখাপড়া নিয়ে সমানতালে ব্যস্ত তিনি। কিছুদিন আগে সোহেল আরমানের লেখা ‘নীল আকাশে বসে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। সোহেল আরমান নির্দেশিত ‘হৃদয় আছে যার’ নাটকে গানটি ব্যবহৃত হয়েছে। তবে এবার ঐশী প্রথমবারের মতো একটি নজরুলসংগীত গেয়েছেন। ‘আমার নয়নে নয়ন রাখি’ নজরুলসংগীতটি তার কণ্ঠে রেকর্ড করা হয়েছে বলে জানান ঐশী। নতুন করে গানটির যন্ত্রাণুষঙ্গ করেছেন বাসুদেব ঘোষ। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটির প্রতি আমার অন্যরকম ভালোলাগা, ভালোবাসা, টান অনুভব করি সব সময়ই। মূলকথা, নজরুলসংগীতের প্রতিই আসলে আমার ভালোবাসাটা একটু না অনেকখানিই বেশি। সেই ভালোবাসা থেকেই আমার নয়নে নয়ন রাখি গানটি করা। আমি চেষ্টা করেছি যথাযথ গাইতে। আমাকে সহযোগিতা করেছেন বাসুদবে ঘোষ দাদা। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবাইকে একটু অপেক্ষায় থাকার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ গানটি নতুন বছরের শুরুতে প্রকাশের ইচ্ছে রাখি। বিভিন্ন অনুষ্ঠানে এর আগে নজরুলসংগীত গাইলেই শ্রোতা-দর্শকের জন্য এবারই প্রথম ঐশী নজরুলসংগীত গাইলেন। চ্যানেল আই সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন হওয়ার পর বাসুদেব ঘোষের সংগীতায়োজনে দুটি রবীন্দ্রসংগীত গেয়েছিলেন ঐশী। একটি ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ এবং আরেকটি হচ্ছে ‘ও যে মানে না মানা’। ঐশীর ভালো লাগে খায়রুল আনাম শাকিল, প্রিয়াংকা গোপ, হৈমন্তী শুক্লার কণ্ঠের নজরুলসংগীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close