বিনোদন প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৮

তিশার ধারাবাহিকে না, আগ্রহ সিনেমায়

ছোটপর্দার এই সময়ের অভিনেত্রী তাসনুভা তিশা। ২০১৪ সাল থেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন তিনি। শুরুর দিক থেকে চলতি বছরের শুরু পর্যন্ত ধারাবাহিক নাটকে অভিনয় করলেও আপাতত ধারাবাহিক নাটকে অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছেন তাসনুভা তিশা। তবে বলা যায় প্রায় প্রতিনিয়তই তিনি একের পর এক খ- নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে চারজন নির্মাতার নির্দেশনায় চারটি খ- নাটকের কাজ শেষ করেছেন তিনি। কেন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না এমন প্রশ্নের জবাবে তাসনুভা তিশা বলেন, সত্যি বলতে কী ধারাবাহিক নাটকে অভিনয় করতে হলে মাসের নির্দিষ্ট একটি সময় অর্থাৎ ৪ কিংবা ৫ দিন রেখে দিতে হয়। সেই সময়ে ভালো একটি খ- নাটক কিংবা ভালো একটি বিজ্ঞাপনের কাজের প্রস্তাব এলে তা করা হয়ে উঠে না। আবার এমন অনেক ধারাবাহিক নাটকে কাজ করার প্রস্তাব আসে যার গল্প, চরিত্র কোনোটাই ভালো লাগার মতো নয়। এসব কারণেই আসলে এখন আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছি না। সর্বশেষ যেমন আরিয়ান ভাইয়ার নির্দেশনায় গল্পগুলো আমাদের ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এমন গল্প হলে অবশ্যই করব। কোনো রকম গল্পের ধারাবাহিকে কাজ করতে চাই না। তাসনুভা তিশা এরই মধ্যে আদিত্য জনির ‘ডুব সাঁতার’, রাহাত মাহমুদের ‘সেই রাতে’, নাজমুল রনির অপরিচিতা তুমি’ এবং বিপ্লব ইউসুফের ‘মনে মনে’ নাটকের কাজ শেষ করেছেন। ‘সেই রাতে’ এবং ‘অপরিচিতা তুমি’ নাটকে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘ডুব সাঁতার’-এ আছেন সজল এবং ‘মনে মনে’তে আছেন নিলয়। নাটকগুলো শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এদিকে সিনেমায় অভিনয়ের ভীষণ আগ্রহ রয়েছে তাসনুভা তিশার। ভালো গল্প এবং গুনী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ এলে অবশ্যই অভিনয় করবেন তিনি সিনেমায়। তাসনুভা তিশা প্রথম ২০১৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘লাল খাম বনাম নীল খাম’ নাটকে অভিনয় করেন। এতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক এজাজ মুন্নার ‘যোগাযোগ গোলযোগ’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close