বিনোদন প্রতিবেদক

  ১৩ নভেম্বর, ২০১৮

সমসাময়িক গল্পের শর্টফিল্ম ‘আজ আমার পালা’

পাবলিক বাসে নারীদের যৌন হয়রানির বিষয়টি অহরহ ঘটছে আমাদের এই দেশে। একটু সুযোগ পেলেই যেন আমাদের লোভাতুর চোখ, হাত-পা লালসার খেলায় মেতে ওঠে। কিছু নরপশু সামলে রাখতে পারে না নিজেকে।

চলন্ত বাসে মেয়েদের মলেস্ট করার গল্প নিয়েই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এটির গল্প লিখেছেন নাজিম-উদ-দৌলা। এর আগে নিজের গল্পে কাজ করলেও প্রথমবারের মতো অন্যের গল্পে কাজ করলেন এই নির্মাতা। ডিওপি হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, মনোজ কুমার, নাসিরউদ্দিন খানসহ অনেকে। ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে পুরো চলচ্চিত্রের শুটিং করেছেন পরিচালক। এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল বলে জানালেন তিনি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ধ্রুব এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ‘ধ্রুব টিভি’তে আগামীকাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা প্রকাশ করা হবে বলে জানায় ধ্রুব এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close