বিনোদন প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

সুইনটনের কথনে মুগ্ধ দর্শক

ঢাকা লিট ফেস্টের পরিচিত মুখ অভিনেত্রী টিলডা সুইনটন। এর আগেও লিট ফেস্টে এসেছিলেন এই হলিউড অভিনেত্রী। সেবার শুনিয়েছিলেন তার চলচ্চিত্রের নানা গল্প। এবার শোনালেন ফিল্ম বানানোর পরিকল্পনা। লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী টিলডা সুইনটনের বিশেষ অধিবেশন ‘রিডিং’।

‘দ্য লাস্ট অ্যান্ড ফাস্ট ম্যান’ রিডিংয়ের শুরুতেই ঢাকার ভক্তদের সামনে কথা বলেন তিনি। যেখানে তিনি বলেন, ‘সমাজে থাকতে গেলে অনেকে অনেক কথা বলবে। কিন্তু নিজের বিচার নিজে করতে হবে। তাই বলে বিচারের নামে খামখেয়ালিপনা করা যাবে না। কোনো কিছু জানতে বাধা নেই। জানতে হবে সেটাই যেটা সঠিক।’

তিনি আরো বলেন, ‘কেউ অতীতকে ভুলে গেলে চলবে না। কারণ অতীত না থাকলে বর্তমান আসবে না। আবার বর্তমান না থাকেলে ভবিষ্যতের প্রশ্নই উঠে না। অতীতে যে বিষয় মনে হতো সম্ভব নয় বা হবে না, বর্তমানে তাই হচ্ছে। ঠিক তেমনি এখন যা কিছু অসম্ভব মনে হয় ভবিষ্যতে তাই সম্ভবপর। তাই এগিয়ে যেতেই হবে।’

রিডিং পর্ব শেষে দেখানো হয় টিলডা সুইনটন পরিচালিত একটি প্রামাণ্যচিত্র। যেখানে বেশ কিছু কুকুরছানা নিয়ে আনন্দ সময় কাটানোর দিকগুলো প্রদর্শন করতে দেখা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close