বিনোদন প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

চমকে গেলেন মিম!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের শুরুতেই হুমায়ূন আহমেদের গল্প ও পরিচালনায় ‘আমার আছে জল’ নামের সেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মিম। প্রথম ছবিতেই নিজের অভিনয় প্রতিভার জানান দিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করেছেন তিনি। তবে কয়েক বছর ধরে আর টিভি নাটকে মিম নেই। নিয়মিত হয়েছেন চলচ্চিত্রে। একের পর এক সিনেমা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন তিনি। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিন। তারকা হওয়ার পর থেকেই বদলে গেছে তার জন্মদিনগুলো। পরিবার ও বন্ধু-স্বজনদের পাশাপাশি প্রতি জন্মদিনেই এখন যুক্ত হয় হাজারো ভক্তের ভালোবাসা ও শুভেচ্ছা। বিষয়টি উপভোগ করেন তিনি। মিম বলেন, ‘দর্শক চান বলেই আমি কাজ করতে পারছি। তাদের প্রত্যাশা অনুযায়ী বেছে বেছে কাজ করার চেষ্টা করি আমি। জন্মদিনের মতো বিশেষ দিনগুলো এলে বুঝতে পারি তারা আমাকে কতটা ভালোবাসেন। এসবই আমার কাছে বিশেষ উপহার।’ তবে এবারের জন্মদিনে চমকে দেওয়ার মতো উপহারটি দিয়েছেন মিমের বাবা ও মা। এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রিয়জনদের কাছ থেকে সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে। তবে বেশি ভালো লেগেছে আব্বু ও আম্মুর দেয়া উপহার। অনেক দিন ধরেই আমার একটা সোনার টিকলি পছন্দের ছিল। এবারের জন্মদিনে আম্মু সেটা কিনে দিয়েছেন। আর আব্বু দিয়েছেন খুব চমৎকার একটা পায়েল।’

মায়ের অনুপ্রেরণায় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পা রাখেন ২০০৭ সালে। এরপর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। পরের বছর ২০০৯ সালে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। ২০১৬ ‘জোনাকির আলো’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। বর্তমানে তার কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। আর তিনি এখন কাজ করছেন সোহরাব হোসেন দোদুলের ‘সাপলুডু’ ছবিতে। এখানে তার নায়ক আরিফিন শুভ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close