বিনোদন প্রতিবেদক

  ০৬ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘মাদার অব হিউমিনিটি’তে শাহনূর

গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাদার অব হিউমিনিটি’ খেতাবে ভূষিত হন। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র প্রযোজনায় ‘মাদার অব হিউমিনিটি’কে নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। এই মিউজিক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা সাফল্যের কথা, তার কঠোর দৃঢ়তার কথা, নানা উন্নয়ের কথা গানে গানে তুলে ধরা হবে। আর সেসব কথাই গানে গানে চিত্রনায়িকা শাহনূরের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ‘মাদার অব হিউমিনিটি’ মিউজিক ভিডিওটির নির্মাতা রফিকুল ইসলাম বুলবুল। তিনিই গানটি লিখেছেন। গানের কথা হচ্ছে ‘বেঁচে থাকার মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, পায়ের তলায় শক্ত মাটি চাই নিরাপদ আশ্রয়, খুন-ধর্ষণ আগুনের লেলিহানে, গণহত্যায় উচ্ছেদ ভিটেমাটি, ওই বিপন্ন রোহিঙ্গাদের কাছে বাঁচা মানে শেখ হাসিনা-মাদার অব হিউমিনিটি’। এমন গানের কথার মিউজিক ভিডিওটির নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ঢাকা এবং ঢাকার আশপাশে মিউজিক ভিডিওটির গল্পের প্রয়োজনে যেসব লোকেশনে যাওয়ার প্রয়োজন, পরিচালক গিয়েছেন। আর তাতে করেই গানের কথা মিউজিক ভিডিওতে যথাযথভাবে ফুটে উঠবে। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা শাহনূর।

শাহনূর বলেন, প্রধানমন্ত্রী মাদার অব হিউমিনিটি, এটি বহুবার প্রমাণিত হয়েছে। তিনি আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। গানের মধ্যে গানে গানে তার সাফল্য আমি তুলে ধরব। রফিকুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে কৃতজ্ঞ তিনি আমাকে এমন একটি মহান কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার অভিনয় জীবনের অন্যতম একটি কাজ হতে যাচ্ছে এটি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত কাজটি নিয়ে। দোয়া করি আমাদের প্রধানমন্ত্রীকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। তিনি আমাদের মাঝে মাদার অব হিউমিনিটি হয়ে দীর্ঘদিন বেঁচে থাকুন। ‘মাদার অব হিউমিনিটি’ গানটির সুর সংগীত করেছেন কাজী জামাল। গানে কন্ঠ দিয়েছেন জুয়েল, লাভলি শেখ, প্রমিয়া, ডেইজি ও তুহিন। শাহনূর জানান, আগামী সপ্তাহে গানটি প্রথমে বাংলাদেশ টেলিভিশনে এবং পরে অন্য সব চ্যানেলে প্রচার হবে। এদিকে শাহনূর গগ সপ্তাহে জয় সরকারের ‘ইন্দুবালা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি রাশিদ পলাশের ‘পদ্মপুরাণ’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close