বিনোদন প্রতিবেদক

  ০২ নভেম্বর, ২০১৮

মম-জনির ‘শেষ বিকেলের কাব্য’

মিরোভা থাকে ইংল্যান্ডে। সে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হোল্ডার, তার অ্যাকাউন্টে কত পাউন্ড আছে, তা সে নিজেও জানে না। নেটে পরিচয় হয় ইমরান বাবুর সঙ্গে। তাদের মাঝে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরি হয়। মিরোভা বাংলাদেশে এসে ইমরান বাবুকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়। মিরোভা ইমরান বাবুকে খুব বিশ্বাস করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়। এক দিন রাতে মিরোভাকে বিষ মিশানো চা পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়। একটা সময় মিরোভা বুঝতে পারে তার চাতে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করেছিল ইমরান বাবু। মিরোভা বুঝতে পারে ইমরান বাবু তাকে নয়, তার টাকাকে ভালোবাসে। এমন একটি গল্প নিয়েই এগিয়ে যায় ‘শেষ বিকেলের কাব্য’ শিরোনামের একটি একক নাটকের গল্প। আহমেদ ফারুকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকটিতে মিরোভা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইমরান বাবু চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি। এ ছাড়াও রয়েছেন সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি বেসরকারি টিভি চ্যানেলে এটিএন বাংলায় প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close