বিনোদন প্রতিবেদক

  ৩০ অক্টোবর, ২০১৮

‘দর্শক জরিপে স্বর্ণযুগের সেরা বাংলা নাগরিক গানের সন্ধানে’

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এ বিভিন্ন সময়ে পরিবেশিত ৩০০টি গানের মধ্য থেকে স্বর্ণযুগের সেরা বাংলা নাগরিক গানের সন্ধান শুরু করে চ্যানেলটি। গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। স্বর্ণযুগের সেরা বাংলা নাগরিক গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এ ৪০ দশকের ৪০টি গান, ৫০ দশকের ৬০টি গান, ৬০ দশকের ১০০টি এবং ৭০ দশকের ১০০টি গান, মোট ৩০০ গান পরিবেশিত হয়। সেখান থেকে দ্বিতীয় ধাপে ৪০টি গান আবার ধারণ করা হয়। এরপর চূড়ান্ত পর্বে এসে দর্শক জরিপের ভিত্তিতে সেরা ১০ গান নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালেতে স্বর্ণযুগের সেরা ১০ বাংলা নাগরিক গান গেয়েছেন, ফাহিম হোসেন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, আতিক হাসান, মৌটুসী, সমরজিৎ রায়, প্রিয়াংকা গোপ, সাব্বির, বিজন মিস্ত্রী, হৈমন্তী রক্ষিত ও নন্দিতা। গানগুলোয় শিল্পীদের সঙ্গে অতিথি ছিলেন কে জি মোস্তফা, আজাদ রহমান, আলম খান, গাজী মাজহারুল আনোয়ার, ফাতেমা তুজ জোহরা, শেখ সাদী খান, মিতালী মুখার্জি, চিত্রনায়ক ফারুক ও সাদিয়া আফরিন মল্লিক। সর্বশেষ সেরা গান নির্বাচনকারী তিন দর্শকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে মাহজাবিন আহমদ মিমি, জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণায় ছিলেন ইফতেখারুল ইসলাম টিটন। গ্র্যান্ড ফিনালের ধারণকৃত পর্বটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close