বিনোদন ডেস্ক

  ২৭ অক্টোবর, ২০১৮

দীর্ঘদিন পর অভিনয়ে সেলিনা

দীর্ঘদিন বলিউডের কোনো ছবিতে তাকে দেখা যায়নি। পারিবারিক কাজে ব্যস্ত থাকায় নতুন কোনো ছবিতে যুক্ত হওয়ার সুযোগই পাননি তিনি। তবে এবার অভিনয়ে ফিরছেন সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। রাম কমল মুখার্জি পরিচালিত ‘অ্যা ট্রিউবিউট টু ঋতুপর্ণো ঘোষ : সিজনস গ্রেটিংস’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকরা আবারও তাকে দেখতে পাবেন বলিউডের রঙিন গর্দায়।

সেলিনার নতুন এই ছবির মূল গল্প এলজিবিটিকিউআইএ, অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ের অর কোয়েশ্চনিং অ্যান্ড ইন্টারসেক্স আন্দোলনকে ঘিরে। যেখানে প্রকাশ পাবে এক মা ও মেয়ের গল্প। সেখানে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেলিনা। আর মায়ের চরিত্রে দেখা যাবে লিলেতে দুবেকে।

এই ছবি অভিনয় প্রসঙ্গে সেলিনা জেটলি জানান, ‘রাম কমলের সিজনস গ্রেটিংস চলচ্চিত্রের অংশ হতে পেরে আমি ভীষণ খুশি। কারণ, তিনি একজন সৃজনশীল ব্যক্তি। তিনি যখন দুবাইয়ে আমাকে ছবিটির গল্প শোনান, তখনই আমি শিহরিত হই। আমি জানি, এ ছবিতে অভিনয় করা আমার জন্য সময়ের সঠিক ব্যবহার করা হিসেবে মূল্যায়িত হবে। আমার বিয়ে ও সন্তানের পর আমি এ রকম গল্পেরই ছবি খুঁজছিলাম।’

তিনি আরো জানান, ‘তাছাড়া আমি গত ১৮ বছর ধরে ‘এলজিবিটিকিউআইএ’ আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ঋতুদা আমাদের সবার অনুপ্রেরণা।’

ছবিটির পরিচালক রাম কমল মুখার্জি বলেন, ‘আমি সেলিনাকে বন্ধু হিসেবে চিনি এবং তার সঙ্গে বিভিন্ন সময় কথা হয়। আমি এমন কাউকে খুঁজছিলাম যে, এই চিত্রনাট্যের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। আর চিত্রনাট্য শোনানোর পর আমি সেলিনার চোখে জল দেখে তখনই তাকে ছবিটিতে যুক্ত করি।’

প্রসঙ্গত, বলিউডে ২০১১ সালে সেলিনার সর্বশেষ ছবি ‘থ্যাংক ইউ’ মুক্তি পায়। আর সেই বছরই তিনি হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন। ২০১২ সালে প্রথম উইন্সটন এবং ভিরাজ নামের দুই যমজ সন্তানের মা হন এ প্রতিভাবান অভিনেত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close