বিনোদন প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০১৮

৮০ হলে মুক্তি পাচ্ছে ‘নায়ক’

অবশেষে আগামীকাল সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পি-অধরা জুটির সিনেমা ‘নায়ক’। যদিও এর আগে গত ২৮ সেপ্টেম্বর একটি মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি। পরে ১২ অক্টোবর বড় পরিসরে ছবিটি মুক্তির কথা থাকলেও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে মুক্তি সম্ভব হয়নি। তবে ঠিক এক সপ্তাহ পর সব জটিলতা কাটিয়ে মুক্তির মুখ দেখছে ছবিটিÑএমনটাই জানালেন ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান।

গত মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নায়ক মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

এ সময় নির্মাতা জানান, ‘নায়ক’ ছবিটি গল্পনির্ভর। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। দর্শক আসলে কী ধরনের ছবি পছন্দ করেন সেটা বুঝেছি। এ চিন্তা থেকে ‘নায়ক’ ছবিটি নির্মাণ করি। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

বড় পরিসরে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, সিনেমা হল বুকিং চলছে। প্রায় ৮০ সিনেমা হলে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ঢাকার মধ্যে অভিসার, সনি, জোনাকি, সৈনিক ক্লাব, এশিয়া, পূরবী, বিজিবি, মুক্তি, যমুনা ব্লক বাস্টার এসব সিনেমা হলে চলবে নায়ক।

‘নায়ক’ ছবির নায়কের ভূমিকায় রয়েছেন বাপ্পি চৌধুরী। বিপরীতে আছেন নবাগতা অধরা খান। আরো অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, পাপিয়াসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close