বিনোদন প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০১৮

৩২ বছর পর একসঙ্গে...

মইনুল ইসলাম খান, এ দেশের প্রখ্যাত একজন সুরস্রষ্টা। তার হাত ধরে এ দেশের অনেক গুণী শিল্পীর কণ্ঠে অনেক জনপ্রিয় গানের সৃষ্টি হয়েছে। তবে আধুনিক গানে একজন মইনুল ইসলাম খানকে যতটা পাওয়া গেছে, চলচ্চিত্রের গানে তার উপস্থিতি ছিল একটি চলচ্চিত্রেই। অবশ্য এর কারণও ছিল। মইনুল ইসলাম খানের ভাষ্য মতে, চলচ্চিত্রের গানে নিজের সুর সংগীতের মৌলিকত্ব বজায় রাখতে গিয়ে অনেকের ফরমায়েশি কাজ তিনি করতে চাননি বলেই একটি চলচ্চিত্রের কাজ করার পর বিগত ৩২ বছরে তাকে আর নতুন কোনো চলচ্চিত্রের গানের সুর সংগীতে পাওয়া যায়নি। ৩২ বছর পর বরেণ্য এই সংগীত পরিচালক আবারও নতুন একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তুহিন তোফাজ্জল প্রযোজিত ও পরিচালিত ‘কবি’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি। ৩২ বছর আগে ১৯৮৬ সালে ‘নাফরমান’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছিলেন মইনুল ইসলাম খান। এর মহরতে তখন গান গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। দীর্ঘ ৩২ বছর পর আবারও মইনুল ইসলাম খানের সুর সংগীতে ‘কবি’ চলচ্চিত্রে গান গাইলেন কনকচাঁপা। এই গানে করকচাঁপার সঙ্গে গেয়েছেন নবীন কণ্ঠশিল্পী ইমরান এইচ চৌধুরী। গানের কথা হচ্ছে ‘জীবনে যা কিছু চাওয়া, তোমাকে ভালোবেসে পেয়েছি, মনের ভেতর তুমি আছে লুকিয়ে, হৃদয়ের আয়নায় দেখে নিয়েছি’। গানের কথা লিখেছেন তুহিন তোফাজ্জল। গত ১৪ অক্টোবর গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা প্রসঙ্গে মইনুল ইসলাম খান বলেন, চলচ্চিত্রের গানে আমার সুর সৃষ্টির মৌলিকত্ত্ব বজায় রাখতে গিয়ে অনেক অনুরোধের কাজ না করায় এখানে আমার এত দিনের বিরতি। তুহিন নিজে আমার কাজ করার ধরন সম্পর্কে অবহিত হয়ে নিজেই অনুপ্রাণিত হয়ে আমার কাছে এসেছে। তার চিন্তাভাবনা ভালো লেগেছে বিধায় কবি চলচ্চিত্রের কাজ করছি। কনকচাঁপার সঙ্গে নতুন শিল্পী ইমরান বেশ ভালো গেয়েছে। গানটি আমি অনেক যতœ নিয়ে করেছি। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। কনকচাঁপা বলেন, ‘বরাবরের মতো যতœ করে গাইবার চেষ্টা করেছি। সত্যি বলতে কী, এমন একজন গুণী সংগীত পরিচালকের সামনে গাইতে গিয়ে আমি এখনো ভয় পাই। কারণ, ভুল ত্রুটি হলে তিনি বেশ বকা দেন। এটা সত্যি এই গানের মেলোডি শ্রোতা-দর্শককে মুগ্ধ করবে।’ ‘কবি’ চলচ্চিত্রে নায়ক নায়িকার ভূমিকায় থাকবে তামিম রাজ ও তাসনুভা রোজ। শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close