বিনোদন প্রতিবেদক

  ১৫ অক্টোবর, ২০১৮

‘মায়া মসনদ’র প্রচার শুরু

‘মসনদ মানে আধিপত্য, কর্তৃত্ব, প্রভাব ও ক্ষমতা। হয়তো এ কারণেই যখন ঈশান বাংলার সুলতান আর্সনাল তার রাজ্যের দায়িত্বভার ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তার জ্যেষ্ঠপুত্র আথিয়ার কৌশলে অন্য দুই ভাই দাবির ও ফাহিমের কাছ থেকে ছিনিয়ে নেয় সেই মসনদ। কিন্তু চরম মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হতে হয় তাকে। একদিকে যখন আথিয়ারের ছোট ভাই ফাহিম প্রস্তুত হয় মসনদ ছিনিয়ে নেওয়ার জন্য, তখন অন্যদিকে মসনদের অন্যতম শত্রু হয়ে দাঁড়ায় দাবিরের কন্যা। ভবিষ্যতের এই শত্রুর হাত থেকে মসনদ রক্ষা করতে দাবির ও তার স্ত্রীর ওপর চরম আঘাত হানতে প্রস্তুত হয় আথিয়ার। কিন্তু এক অদ্ভুত মায়াজালের টানে দাবিরের দুই কন্যা তাদের জন্মের পূর্বেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যায় দুই ভিন্ন জীব বলয়ে। এমন একটি রূপকথার গল্প নিয়েই গতকাল থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ভার্চুয়াল ফ্যান্টাসি নির্ভর নতুন ধারাবাহিক ‘মায়া মসনদ’। অরিন্দম গুহ’র গল্প, চিত্রনাট্য ও রচনায় সিরিজটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পর্ব পরিচালক হিসেবে থাকছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু।

এতে অভিনয় করেছেন, সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা ও শিল্পী সরকার অপুসহ অনেকে।

ধারাবাহিক নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close