বিনোদন ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৮

‘নারীদের সীমারেখা তৈরি করতে হবে’

মিটু আন্দোলন নিয়ে এখন উত্তপ্ত বলিউড। একের পর এক অভিযোগে জব্দ হচ্ছেন জনপ্রিয় তারকারা। তবে এ প্রসঙ্গে ভিন্নমত দিয়ে বিতর্কে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে। তার মতে, ‘ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না। গোটা বিষয়টা দুই তরফের সহমতেই ঘটে। আপনি করতে না চাইলে, সেই কাজটা আপনি পাবেন না।’ মিটু আন্দোলনে অংশ নেওয়া নারীদের উদ্দেশে শিল্পা বলেন, ‘এগুলো বেকার! যা করার ঘটনার পরই করতে হবে। পরে বললে কেউ শুনবে না। শুধুই সমালোচনা হবে।’

এদিকে শিল্পা নিজেই গত বছর টেলিভিশন প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। তিনি এখন বলছেন, ‘আমি বুঝতে পারছি না যে, শুধু এই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা হচ্ছে কেন? সব জায়গাতেই তো কর্মক্ষেত্রে যৌন হেনস্তা রয়েছে।’ অন্যদিকে, তার তোলা যৌন হেনস্তার কথা নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। তার বক্তব্য, যা ঘটে গেছে, যে আলোচনা বন্ধ হয়ে গেছে, নতুন করে সে প্রসঙ্গে কথা বলতে চান না তিনি। তিনি বলেন, ‘কোনো পুরুষ সুযোগ পেলে ছাড়বে না, কিন্তু নারীদের নিজেদেরই নিজেদের কাছে ঘেঁষতে দেওয়ার সীমারেখা তৈরি করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close