বিনোদন প্রতিবেদক

  ০৯ অক্টোবর, ২০১৮

শুরু হচ্ছে ‘কাঁচের পুতুল’

এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘কাঁচের পুতুল’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, নাবিলা ইসলাম, সুষমা সরকার, টুটুল চৌধুরী, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খানসহ অনেকে।

ধারাবাহিক নাটকটির গল্প নিয়ে জানা যায়, ‘সামীর কোটিপতির সন্তান। লতা ময়মনসিংহ জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবার জন্মদিন পালন করার দিনেই লতার বাবা স্ট্রোক করেন। লতা তার অসুস্থ বাবাকে মামার সহযোগিতায় ঢাকার এক হসপিটালে ভর্তি করায়। সেখানে সামীরদের পরিবার লতাকে দেখে বিয়ের প্রস্তাব পাঠায়। লতাদের ফ্যামিলি এমন প্রস্তাবে রাজি হয়ে যায়। সামির রহমানের সঙ্গে বিয়ে হয়ে যায় লতার। হয়ে যায় লতা রহমান। বিয়ের পরপরই গুলশানের আলিশান বাড়িতে স্থান হয় লতার। নতুন সংসার নতুন পরিবেশ সবকিছুর সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে থাকে এবং একটা সময় সেই আবিষ্কার করে তার স্বামী ড্রাগ এডিক্টেড। মাথায় আকাশ ভেঙে পড়ে লতার। লতা ভেঙে পড়লেও মচকায় না। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close