বিনোদন ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৮

‘মিডিয়ার মেয়েরা সহজলভ্য নয়’

অভিনেতা নানা পাটেকার ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তনুশ্রী দত্তকে যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করতেই পারি। কিন্তু কাজের পরিবেশ সুরক্ষিত করার একমাত্র উপায় হলো হেনস্তাকারীদের চিহ্নিত করা।

৪৪ বছরের এই অভিনেত্রী আরো বলেন, নারীদের নিজেদের সমস্যার কথা খোলাখুলি বলা উচিত। কেউ যখন আপনার জীবনের কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে, আপনি সেটা নিয়ে মুখ না খোলা পর্যন্ত কেউ জানতেই পারবে না। আপনি যখনই বাড়ি থেকে বের হবেন, মাথায় তো এই চিন্তা নিয়ে ঘুরতে পারেন না যে কর্মক্ষেত্র আমার জীবনটা শেষ করে দিতে চলেছে। আমাদের এটা বদলানো প্রয়োজন।

তিনি আরো বলেন, বিনোদন জগতে কাজ করা খুব কঠিন। কারণ, মিডিয়ার মেয়েদের সবাই সহজলভ্য মনে করে। এই ধারণা বদল হওয়া প্রয়োজন। একটা মেয়ে ছোট স্কার্ট পরে বা ধূমপান করে বলেই তার সঙ্গে যা খুশি করা যায় না। সে যা করে নিজের ইচ্ছেতেই করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close