বিনোদন প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

এডলফ খানের হাত ধরে দৃষ্টির পথচলা

বাংলাদেশের প্রথম সারির কোরিওগ্রাফার এডলফ খান। একাধারে ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, প্রশিক্ষক ও কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনি। ইতোমধ্যে ব্যাপক সাফল্যের সঙ্গে কোরিওগ্রাফি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি নিয়মিত অভিনয়ও করছেন। অন্যদিকে, এ সময়ের নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম দৃষ্টি। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ তার। এবার এডলফ খানের হাত ধরে নাচের পাশাপাশি মডেলিংয়ে পা রাখছেন দৃষ্টি। এর মাঝেই গ্রুমিং শুরু করেছেন এডলফ খানের মডেলিং স্কুল ‘এডলফ ক্রিয়েশনে’। এ বিষয়ে সাদিয়া দৃষ্টি বলেন, তার সঙ্গে পরিচয়টা আমার বন্ধু জিতুর মাধ্যমে। এরপর কথা হয় মডেলিংয়ের বিষয়ে এখন শিখছি। আমি চাই শিখে তারপর কিছু একটা করার। সেই লক্ষেই পথচলা। এ বিষয়ে এডলফ খান বলেন, আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি চেঞ্জ এসেছে। এখনকার ছেলে-মেয়েরা অনেক বেশি সচেতন। পোশাক ও স্টাইল সবকিছু মিলিয়ে এগিয়ে যাচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। তিনি আরো বলেন, আমার মডেলিং স্কুল ‘এডলফ ক্রিয়েশন’-এর বয়স ৭ বছর। আমি সবসময় চেষ্টা করি নতুনদের কাজ শেখানোর মাধ্যমে যোগ্য করে তোলার। এর মাঝে দৃষ্টি অনেক ভালো কাজ করছে। এবং শুধু সে নয়, যারাই ভালো কাজ করছে সত্যিই তাদের কাজের স্পিড দেখে আমার অনেক গর্ব হয়। দৃষ্টির কাজ শেখার আগ্রহটা অনেক। সে চেষ্টা করে সবসময় কাজটাকে বুঝে তারপর নিজেরটা প্রকাশ করার। আমি আশা রাখি, সে ভালো কাজ করবে। প্রসঙ্গত, সাদিয়া দৃষ্টি ‘স্কাই ড্যান্স কোম্পানিতে’ নাচের শিক্ষিকা হিসেবে রয়েছেন পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর হেডকোয়ার্টার্সে দীর্ঘদিন ধরে নাচের শিক্ষিকা হিসেবে কাজ করেছেন। তাছাড়া সাদিয়া তার নাচের গুরু অলিভ ইসলামের সঙ্গে বিভিন্ন দেশের গ্রুপের সঙ্গে বেশ কয়েকটি প্রতিযোগিতা ও উৎসবে অংশগ্রহণ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close