বিনোদন প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকায় পিয়ার্স ব্রসনান

জেমস বন্ডখ্যাত আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান। জনপ্রিয় এই অভিনেতা ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন। ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ ছবিগুলো যারা দেখেছেন তাদের নতুন করে ব্রসনানের সঙ্গে পরিচয় করে দেওয়ার প্রয়োজন পড়ে না। চারটি ছবিই বক্স অফিস মাত করেছিল। আর এই সাফল্যের মূল নায়ক ছিলেন পিয়ার্স ব্রসনান। তবে বন্ড সিরিজ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই, কিন্তু হলিউড থেকে সরে যাননি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ছবি ‘ফাইনাল স্কোর’। স্কট ম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবিতে ব্রসনান ছাড়াও আছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা। আন্তর্জাতিকভাবে ছবিটি দুই সপ্তাহ আগে মুক্তি পেলেও বাংলাদেশের ব্রসনানভক্তরা শুক্রবার থেকে ঢাকায় স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পারছেন। ছবিতে দেখা যাবে, মাঠে ফুটবল খেলা চলাকালীন জঙ্গিরা স্টেডিয়াম আক্রমণ করে। গ্যালারিতে থাকা ৩৫ হাজার দর্শকের প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ আসে প্রাক্তন সেনা সদস্য মাইকেল নক্সের সামনে। তিনি কি পারবেন এই চ্যালেঞ্জ উতরে যেতে! শ্বাসরুদ্ধকর এক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির কাহিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close