বিনোদন প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

আজীবন সম্মাননা পেলেন সুবীর নন্দী

‘সুস্থ সংগীতের বিকাশ’Ñলক্ষ্যকে সামনে রেখে আবার অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগীতায়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৮’ পাওয়ার্ড বাই সেভেন-আপ। গত শুকবার হবিগঞ্জের ‘দ্য প্যালেস’ লাক্সারি রিসোর্টের উন্মুক্ত চত্ব¡রে অনুষ্ঠিত হয় এ উৎসব। এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, আমার জন্মস্থান হবিগঞ্জ। এখানেই আমাকে সম্মানিত করা হলো।

তিন ঘণ্টার এই আয়োজনটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। শিল্পী সুবীর নন্দীর হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ট্রান্সকম বেভারেজস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, সংগীতজ্ঞ আজাদ রহমান এবং মো. খুরশীদ আলম। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ট্রান্সকম বেভারেজস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী। বক্তব্য দেন দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান। সমাপনী বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ অগণিত দর্শকের চ্যানেল আইয়ের ২০ বছরে পদার্পণের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অনুষ্ঠানে বাংলা গানের ইতিহাস পাঠ করেন আফসানা মিমি, শ্রী-কৃষ্ণ কীর্তন করেন চন্দনা মজুমদার, গজল করেন মিতালী মুখার্জি, লালনগীতি পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, রবীন্দ্রসংগীত গেয়েছেন তপন মাহমুদ, নজরুলসংগীত ছন্দা চক্রবর্তী, দিজেন্দ্র সংগীত অনিমা রায়, আলতাফ মাহমুদ, ৫২-এর গান করেছেন শিমুল ইউসুফ, রবিন ঘোষের গান ফাহমিদা নবী এবং স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেছেন দেশের গান। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এবার দেওয়া হয়েছে আজীবন সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার এবং ৬ ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close