বিনোদন প্রতিবেদক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

নতুন কাজ নিয়ে আসছেন মিলন দেব

নয় বছর বয়স থেকেই গানের চর্চা শুরু করেন সংগীতশিল্পী মিলন দেব। ১৯৯৩ সালে তিনি নতুন কুড়ির জাতীয় শিশু-কিশোর পুরস্কার প্রতিযোগিতায় শিশুশিল্পীর পুরস্কার পান। এ ছাড়া সংগীত বিষয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। জনপ্রিয় সংগীতশিল্পী সাদী মুহম্মদ, লিলি ইসলামকে শিক্ষক হিসেবে পেয়েছেন তিনি। আর ওস্তাদ খন্দকার খায়রুজ্জামান কাইয়ূম এবং ক্লাসিক্যাল শিল্পী অনিল কুমার সাহার কাছে গানের তালিম নিয়েছেন। এ বছরের রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে তার গাওয়া প্রথম অ্যালবাম ‘মাঝে মাঝে তব দেখা পাই’ নামের অ্যালবাম বাজারে আসে। এ প্রসঙ্গে মিলন দেব বলেন, প্রথম অ্যালবামের দুটি মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার পর বেশ সাড়া পেয়েছি। সামনে নতুন কিছু গান নিয়ে দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ শুরু করব।

এদিকে বর্তমানে মিলন দেব সিদ্ধেশ্বরীর গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলে সংগীতের শিক্ষক হিসেবে আছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলার তালিকাভুক্ত শিল্পী। ভারতেও বিভিন্ন আমন্ত্রণে নিয়মিত গান করছেন তিনি। সামনে সংগীতশিল্পী ন্যান্্সির সঙ্গে দুটি রবীন্দ্রসংগীতের গান করার পরিকল্পনা রয়েছে তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close