বিনোদন প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

একই দিনে সাবেরী-জিতুর জন্মদিন

নন্দিত নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদের নাটকে সহশিল্পী হিসেবে কাজ করেছেন সাবেরী আলম ও জিতু আহসান। সৌদের নির্দেশনায় তারা দুজন প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘সীমান্ত’ নাটকে। এরপর তারা দুজন একই পরিচালকের নির্দেশনায় ‘গহীনে’, ‘পিঞ্জর’, ‘এলেবেলে’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেন। আজ দর্শকপ্রিয় এ দুজন অভিনয়শিল্পীর জন্মদিন। সাবেরী আলম ও জিতু আহসান বেশ আগে থেকেই অবগত যে তাদের দুজনের জন্মদিন একই দিনে। জন্মদিনে একে অপরকে শুভেচ্ছাও জানান। তবে এবারের জন্মদিনে দুজনের কেউ বিশেষ কোনো আয়োজন করছেন না। যেহেতু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সাবেরী আলমের ছোট ভাই নির্মাতা আহীর আলম মারা যান, সেই থেকে নিজের জন্মদিনে সাবেরী নিজে তেমন কিছুই করেন না। সাবেরী আলমের স্বামী আবু নাদিম মোতাহের যত দিন বেঁচে ছিলেন, তত দিন সাবেরীর জন্মদিনে কিছু না কিছু করতেন। কিন্তু এখন সাবেরী তার জন্মদিনের আগের দিন বনানী কবরস্থানে যান আহীরের কবরের কাছে। নিজের জন্মদিন প্রসঙ্গে সাবেরী আলম বলেন, আহীর মারা যাওয়ার পর থেকে জন্মদিনে আমার তেমন কিছুই করা হয়ে ওঠে না। নাদিম বেঁচে থাকলে হয়তো অনেক কিছুই করা হতো। কিন্তু নাদিমও নেই। তাই জন্মদিনকে ঘিরে তেমন কোনোই পরিকল্পনা করা হয় না। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, অভিনয়টা যেন ভালোভাবে করে যেতে পারি। আর অবশ্যই জিতুকে জন্মদিনের শুভেচ্ছা। যথারীতি জিতু আহসানেরও আজ জন্মদিনে সারা দিন প্রাসঙ্গিক নানা কাজের মধ্য দিয়েই কেটে যাবে। জিতু আহসান বলেন, এবারের জন্মদিনে কিছু ব্যক্তিগত কাজে ভীষণ ব্যস্ত থাকব। তাই জন্মদিনে আয়োজন করে কিছু করার পরিকল্পনা নেই। সবার কাছে জন্মদিনে দোয়া চাই যেন সবাইকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close